বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: করোনাকালীন বিয়ে অনুষ্ঠানে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে ছেলেমেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় বিয়ের অনুষ্ঠান ভেঙ্গে দেওয়া হয়। সেই সাথে বর ও কনের পিতাকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন উপরোক্ত দন্ডাদেশ প্রদান করেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বটিনা বানিয়াপাড়া গ্রামের মৃত ঘন শ্যামের ছেলে ভাগীরথ (৪৫) তার ছেলের বিয়ের আয়োজন করেন। যথারীতি বাড়িতে প্যান্ডেল বানানো হয় এবং আত্বীয় স্বজনদের দাওয়াত করা হয়। গোপন সংবাদের খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বিয়ের অনুষ্ঠানে ছুটে যান এবং ছেলের বিয়ের আয়োজন করায় বিয়ের আয়োজন ভেঙ্গে দেন। সেই সাথে করোনাকালীন বিধিনিষেধ অমান্য করায় ছেলের পিতা ভগীরথকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
একই ভাবে দক্ষিণ বটিনা শ্রীখড়ী গ্রামের ধীরেন্দ্রনাথ(৪৫) এর মেয়ের বিয়ের আয়োজন ভেঙ্গে দেন উপজেলা নির্বাহী অফিসার। তাকেও ৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, করোনা কালীন বিধিনিষেধ হিসেবে গত ১৫ দিন পূর্ব হতে প্রচারনা চলছে বিয়ে অনুষ্ঠান ইত্যাদি আপাতত:পরিহার করার। কিন্তু দন্ডিত ব্যক্তিদ্বয় নিজেরা গোপনে ছেলে ও মেয়ের বিয়ের আয়োজন করে। তাই তাদের আর্থিকভাবে দন্ডিত করা হয়।