গাজী তাহের লিটন, ভোলা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা সাত দিনের কঠোর লকডাউনের চতুর্থ দিন চলছে আজ। লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং ব্যাটেলিয়ন আনসার ও র্যাব সদস্যরা।
ভোলায় আটক-জরিমানায় চলছে কঠোর লকডাউনের চতুর্থ দিনভোলায় আটক-জরিমানায় চলছে কঠোর লকডাউনের চতুর্থ দিন।
রবিবার(০৪ জুলাই) সকাল থেকেই ভোলার বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখা গেছে তাদের। এছাড়া বিভিন্ন জায়গায় চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। গত তিন দিনের মতো আজও জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদের গ্রেপ্তার ও জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখানো ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাসির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাদের গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।কঠোর লকডাউনের আগের চতুর্থ দিনে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় ভোলাতে প্রথম দিন ১০৪ এবং দ্বিতীয় দিন ৮৯ জনকে ও ৩য় দিন ১৫৬ জনকে জরিমানা ও ৩ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বৃহস্পতিবার ১০৪ জনকে জরিমানায় ১ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা এবং শুক্রবারের অভিযানে ৮৯ জনের জরিমানায় ৬৮ হাজার ৯০০ টাকা ও শনিবার ১৫৬ জনকে ১,২৯,৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল ১৯ টি মোবাইল কোর্ট পরিচালনায় ১৪৮ মামলা ােয়ের করা হয়েছে।
১৯ টি মোবাইল কোর্ট পরিচালনায় ১৪৮ মামলায় ১৫৬ জনকে ১,২৯,৩০০ টাকা জরিমানা করা হয়..
সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সর্বাত্মক কঠোর লকডাউনের নির্দেশনা জারি করে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার নির্দেশনাও দেওয়া হয়। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরার কথাও বলা হয় নির্দেশনায়। বন্ধ রয়েছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস। ৭ জুলাই পর্যন্ত চলবে কঠোর লকডাউন।
এর আগে গত ৩০ জুন দেশজুড়ে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে ২১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) সব যন্ত্র চালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য শুধু যানবাহন চলাচল করতে পারবে। গণমাধ্যম এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।