1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

রাজশাহীর আড়ানী পৌর মেয়রের বাড়িতে পুলিশি অভিযান, কোটি টাকা ও অস্ত্রসহ স্ত্রী গ্রেফতার

  • Update Time : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫২২ Time View

রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। 

বুধবার ভোরে অভিযানের সময় পুলিশ মুক্তারের স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করেছে। এ সময় ওই বাড়ি থেকে চারটি বিদেশি অস্ত্র, নগদ প্রায় কোটি টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) রুবেল আহমেদ।

তিনি জানান, বাঘা থানার একটি মামলার ঘটনায় পুলিশ পৌর মেয়রের বাড়িতে অভিযানে যায়। এ সময় বাড়িটিতে তল্লাশি চালালে চারটি পিস্তল, ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা পাওয়া যায়। এ সময় মেয়র মুক্তার আলীকে পাওয়া যায়নি। বাড়িতে থাকা তার স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত পদক্ষেপের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী জানান, পৌর মেয়র নিজেকে এলাকার ডন ভাবতেন। গতকাল রাত্রে মদ খেয়ে একজন সম্মানিত কলেজ শিক্ষক কে মারধোর করেন। থানার মামলা হলে তারা অভিযান পরিচালনা করেন। রাজশাহীতে নিজেকে ডন ভেবে সন্ত্রাসী কার্যক্রম কেউ করতে পারবে না বলেও তিনি হুশিয়ারি করে দেন। উল্লেখ্য যে সনাতন চক্রবর্তী ইতোপূর্বে বগুড়ায় দায়িত্ব পালন করা কালে মাদক ও সন্ত্রাস কে শুন্যের কোঠায় নিয়ে এসেছিলেন। পাশাপাশি তার ভালো ব্যবহার, পক্ষপাতিত্ব হীন আচরণ ও সততার কারণে সাধারণ মানুষের মধ্যে তিনি এখনও জনপ্রিয় হয়ে রয়েছেন।

প্রসঙ্গত গত পৌরসভা নির্বাচনে মুক্তার আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন। সেই সময় মুক্তারের সমর্থকদের হামলায় হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় মুক্তার আলীকে আড়ানী পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অপসারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..