এম. শরীফ হোসেন (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর মাধবদীর কান্দাইল গ্রামের উদীয়মান তরুণ গীতিকার স্বপন দাস বিজয়ের কথায় নতুন একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রিয়া তালুকদার।
‘এলেনা ফিরে’ শিরোনামের এই গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে সিলেটের পার্ক স্টুডিওতে। গানটি সুর করছেন এস রুহুল ও মিউজিক করেছেন দেবাশিষ দে পল্লব।
আগামী ঈদের গানটি উপমা তালুকদার ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে। মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে।
গানটি প্রসঙ্গে রিয়া তালুকদার বলেন,স্বপন দাস বিজয় দাদা গানটি খুব যত্ন সহকারে লিখেছে ও এস রুহুল ভাই অসাধারন গানটি খুব সুন্দর সুর করেছে ও দেবাশিষ দে পল্লব দা দারুন মিউজিক করেছে।
বিজয় দাদা প্রথম আমাকে যেদিন গানটি গাওয়ার জন্য গানের কথা এবং সুর পাঠিয়েছিলেন, তখন আমি কিছুটা কনফিউজড ছিলাম। কিন্তু গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হওয়ার পর আমার কাছে মনে হলো একটা দারুণ গান গাইলাম।
আমি সাধারণত যে ধরনের গান গাওয়ার আগ্রহ প্রকাশ করি বারবার, এই গানটি ঠিক তেমনি একটি গান। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
চ্যানেল উপমা তালুকদারের জন্য শুভ কামনা এবং ধন্যবাদ বিজয় দাদা, রুহুল ভাই ও পল্লব দা কে। বিজয় দাদা যে এত চমৎকার গান লিখতে পারেন, এটা আমার জানা ছিল না।
গানটির কথা এবং সুর আমার কাছে এক কথায় মন ছুঁয়ে গেছে।
স্বপন দাস বিজয় বলেন,বাউলা দিপুর গাওয়া আমার লেখা”কেনো এত জ্বলা”
গানটি কয়েক দিনে ভালো সাড়া পাচ্ছি।এ অনুপ্রেরনা থেকে গান লিখছি,
আশা করি এবারের ঈদে একটু হলেও শ্রোতা মনে জায়গা করে নিতে পারবো।।