প্রত্যয় ওয়েব ডেস্ক রিপোর্টঃ প্রাণঘাতি করোনাভাইরাস বিরুদ্ধে লড়াইয়ে জন্য নিজ দেশের ৬টি হাসপাতালে ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে ৫ কোটি টাকা) দান করলেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। মেসির আর্থিক সহায়তার খবর নিশ্চিত করেছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আর্য়াসের ‘ক্যাসা গারাহান’ নামের একটি ফাউন্ডেশন।
তারা জানিয়েছে, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে দেশের ৬টি হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মী ও অন্যান্য স্টাফদের জন্য আর্থিক সহায়তা করেছেন মেসি। এরমধ্যে কিছু হাসপাতালের চিকিৎসা সরঞ্জামও কেনা হবে। এর আগে করোনাযুদ্ধে লড়াইয়ের জন্য বার্সেলোনার একটি হাসপাতালকে ১ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা) দান করেছিলেন মেসি। এছাড়া, করোনায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়া বার্সেলোনা ক্লাবের নিম্ন আয়ের স্টাফদের শতভাগ বেতন নিশ্চিতের জন্য মেসির নেতৃত্বে পুরো দল তাদের বেতনের ৭০ শতাংশ কম নিয়েছেন।