ব্রাসেলস জানায়, সম্প্রতি প্রায় দুই হাজার সাতশ অভিবাসনপ্রত্যাশী অবৈধভাবে ইউরোপের দেশ বেলারুশে প্রবেশ করেছে৷ অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই ইরাকের নাগরিক বলে জানা গেছে৷
জানা গেছে, অভিবাসনপ্রত্যাশীদেরকে বেলারুশ থেকে লিথুয়ানিয়াতে পাচার করে একটি চক্র৷
ইইউ‘র মন্ত্রীদের কাছে লেখা এক চিঠিতে সংস্থাটির হোম অ্যাফেয়ার্স কমিশনার ইলভা ইয়হানসন জানান যে, বেলারুশে অভিবাসনপ্রত্যাশীদের অবৈধ আগমন ঠেকাতে এবং যারা ফেরত যেতে চায় তাদেরকে ফেরত পাঠাতে ইতিমধ্যে ইরাক সরকারের সাথে কথা হয়েছে৷
এদিকে ইইউ‘র ফরেন পলিসি চিফ ইয়োসেপ বোরেল জানান, ইরাক থেকে অবৈধ পথে বেলারুশ হয়ে লিথুয়ানিয়ায় প্রবেশ কীভাবে ঠেকানো যায়, সে বিষয়ে ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার আলোচনা হয়েছে৷
এক টুইটার বার্তায় তিনি লিখেন, এটি ইউরোপের একটি দেশের সমস্যা নয় বরং এটি পুরো ইউরোপের সমস্যা৷
তার আগে ইরাক থেকে ইউরোপের লিথুয়ানিয়ায় মানবচপাচার রোধে তদন্ত করার ঘোষণা দেয় বাগদাদ৷ এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়৷
ইইউ‘র এক মুখপাত্র জানান, লিথুয়ানিয়াতে আসা অধিকাংশ অভিবাসনপ্রত্যাশীই আশ্রয় আবেদনের জন্য উপযুক্ত নন৷
সূত্র:ইনফোমাইগ্রেন্টস