নিজস্ব প্রতিবেদক: যতই দিন যাচ্ছে ততই নাটকের দর্শক বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে অনলাইনে প্রকাশ হওয়া নাটকগুলোর দিকে দর্শকের আগ্রহ ক্রমেই বাড়ছে। তেমনই একটি নাটক ‘শিল্পী’। মহিদুল মহিমের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেন সময়ের আলোচিত অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী।
গত ১৮ ই জানুয়ারি নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। এরপর থেকেই নাটকটি নিয়ে দর্শকের মধ্যে ব্যাপক আকর্ষণ তৈরি করে। মাত্র ২১০ দিনেই এটি দুই কোটি দর্শক দেখেছেন। যা চলতি সময়ে একটি রেকর্ড।
‘শিল্পী’ নাটকটিতে ব্যবহার করা ‘বুক চিন চিন’ ও ‘বিধি তুমি বলে দাও’ নামের দুটো পুরনো সিনেমার গানের রিমেক ভার্সনও এখন ভাইরাল যেটা ভিউ প্রায় সাড়ে তিন কোটি সেটাও একটি রেকর্ড।
এ নাটক প্রসঙ্গে পরিচালক মহিদুল মহিম ফেসবুকে পোস্ট করে বলেন, ‘আপনাদের অগণিত ভালবাসায় শিল্পী নাটকটি এখন পর্যন্ত ইউটিউবে বাংলাদেশী নাটকের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে মাত্র ২১০ দিনে ২০ মিলিয়ন (২ কোটি) ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ্ তায়ালার প্রতি। ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারকে পাশে থাকার জন্য।
আর শিল্পী নাটকের এই সফলতার জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আফরান নিশো ভাইয়া ও মেহজাবীন চৌধুরী আপুকে যাদের অসাধারণ অভিনয় ছাড়া এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না।
আমার প্রতিটি নির্মান দর্শকদের জন্য। তাই আমার নাটকের প্রতি আপনাদের এই ভালবাসাই আমার কাজের সফলতা। আমার এই নাটকের সকল দর্শকদের আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালবাসা।
ধন্যবাদ জানাচ্ছি সিএমভির কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু ভাইয়া, চিত্র গ্রাহক কামরুল ইসলাম শুভ ভাই, হেড অব মার্কেটিং সিএমভি মোঃ আব্দুস সালেহ, মিউজিক ডিরেক্টর আভরাল সাহির ভাই, এডিটর মোঃ রমজান আলী জয় ভাই, শিল্পী জাহেদ পারভেজ পাবেল ও তাসনীম আনিকা সহ “শিল্পী” পুরো টিমকে।
ধন্যবাদ জানাচ্ছি পুরো সিএমভি পরিবারের প্রতি।
ধন্যবাদ জানাচ্ছি শিল্পী নাটকের টিভি প্ল্যাটফর্ম আরটিভির প্রতি।
ধন্যবাদ জানাচ্ছি সকল সাংবাদিক ভাইদের প্রতি।
কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন ভাইয়ার প্রতি। শ্রদ্ধা ও ভালবাসা জানাচ্ছি নাটকের প্রতিটি গানের মূল শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও অভিনেতা অভিনেত্রীদের প্রতি।এছাড়া সবচেয়ে বেশী ধন্যবাদ দিতে চাই দর্শকদের। তারাই আমাদের মূল কারিগর।’
দুজন স্ট্রিট সিঙ্গারের জীবন, প্রেম ও প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছে নাটক ‘শিল্পী’। শিল্পী সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।