নিজস্ব প্রতিবেদক: সাইমুম সাজিদ; ২০০০ সালের ৪ ডিসেম্বর পাবনা জেলার, সুজানগর উপজেলার, চর জোড় পুকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করে।
দেশের অন্যতম রিয়েলিটি শো নির্মাতা ওয়াহিদুল ইসলাম শুভ্রর নির্মাণে এনটিভিতে প্রচার হওয়া দেশের প্রথম মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত ‘অনন্য প্রতিভা’তে রাজশাহী বিভাগ থেকে ” অভিনয়” ক্যাটাগরিতে ইয়েস কার্ড পেয়েছিল । ঢাকার মূল পর্ব কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছে সাজিদ । প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল সাজিদের । মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন আবু হেনা রনির স্ক্রিপ্টে ও ওয়াহিদুল ইসলাম শুভ্র ভাইয়ের সহযোগিতায় “অনন্য প্রতিভার” মঞ্চে চঞ্চল চৌধুরীর সামনে “হারকিপটে, পাত্রী চাই ও আয়নাবাজির চরিত্রে অভিনয় করে তাকে চমকে দিয়েছিল চঞ্চল চৌধুরী সাজিদের অভিনয় দেখে বলেছিলেন “আমি তো এখানে বসে আছি, তাহলে মঞ্চে পারফরমেন্স কে করছিল। আমি তোমার হেটে আসা দেখেই অবাক হয়েছি।” তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল।
এসব নিয়ে সাইমুম সাজিদের সাথে কথা বললে সাজিদ জানান;
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। বড় দুই ভাই বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেত যেখানে অভিনয় দেখে অভিনেতা হওয়ার ইচ্ছা জাগে।
আমার পরিবার আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। আমার প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।তার চরিত্রে অভিনয় করতে আমার বেশি ভালো লাগে, হাড়কিপটে, সাকিন সারিসুরির, জাপান ডাক্তার চরিত্রে অভিনয় করে, ফেসবুক ও টিকটকে ভালোই জনপ্রিয়তা পেয়েছি। অনেকেই আমাকে চঞ্চল চৌধুরী প্রো-মেক্স বলে ডাকেন। বর্তমানে টিকটকে আমার ৪ লক্ষ অধিক ফলোয়ার রয়েছে।
মানুষকে বিনোদন দিতে আমার অনেক ভালো লাগে। এলাকাবাসি,আত্নীয়-স্বজন, আব্বুর বন্ধুরা যখন বলে তোমার অভিনয় অনেক ভালো লাগে। চালিয়ে যাও। তাদের এই কথা গুলো আমার অনেক অনুপ্রেরণা যোগায়।
অভিনয়টা আমার পেশা না অভিনয়টা আমার নেশা। ভবিষ্যতে ভালো একজন অভিনেতা হওয়ার ইচ্ছা আছে।