নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারের বড়লেখায় করোনা পরিস্থিতিতে সংকটে থাকা মণিপুরি সম্প্রদায়ের গরীব, কর্মহীন ২৯ টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন ।
রবিবার (১৭ মে) বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পুটাডর মনিপুরি পাড়া ও সমনভাগ মনিপুড়ি পাড়ায় এই ত্রাণ বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্যতেল ও ১ কেজি লবণ দেয়া হয়েছে।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কিশোরগঞ্জের সন্তান প্রকৌশলী মো. উবায়েদ উল্লাহ খান উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ করেন।
উল্লেখ্য কিশোরগঞ্জের সন্তান প্রকৌশলী মো. উবায়েদ উল্লাহ খান (সোহাগ) বর্তমানে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে করোনা ভাইরাস প্রাদূর্ভাব শুরু হওয়ার পর থেকে রাত দিন পরিশ্রম করে জনসাধারণের পাশে প্রশাসনের কর্মকর্তাদের সাথে কাজ করে চলেছেন। ইতিমধ্যে জীবনের ঝুকিঁ নিয়ে করোনা ভাইরাস আক্রান্ত পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) প্রদান করে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ জনগণের ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।