আল-আমিন হাছান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে সিয়াম (১৪) ও মাহিম (১৩) নামে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত সিয়াম তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ শরিফুজ্জামান মিঠুর পুত্র। অপরজন মাহিম মুজিবুর রহমানের পুত্র। তারা তুষভান্ডার সুন্দ্রাহবি এলাকার বাসিন্দা।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আরডিআরএস এলাকায় জাহাঙ্গীর হোসেন এর মৎস প্রকল্পে এ ঘটনা ঘটে।
জানা যায়, মৎস্য প্রকল্পের পুকুরে ৪ জন বন্ধু মিলে গোসল করার জন্য পুকুরের পানিতে নামে। গোসল করার সময় হঠাৎ করে ২ জন বন্ধু সাঁতার না জানার কারণে পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজ হয়ে যাওয়া দুই স্কুল ছাত্রকে স্থানীয় লোকজন ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে চেষ্টা চালায়। দীর্ঘক্ষন পুকুরের পানিতে খোজা খুজির পড় নিখোঁজ হওয়া স্কুল ছাত্রের লাশ একপর্যায়ে পানিতে ভেসে উঠলে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত দুই স্কুল ছাত্রের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ দেবব্রত কুমার রায় বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশু দুজনের মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, মাছের প্রজেক্টে বালু থাকায় সেখানে তারা তলিয়ে গেছে। এ বিষয় কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।