দৈনিক প্রত্যয় ডেস্কঃমানিকগঞ্জের পদ্মা নদীতে ১০ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ট্রলারটি ডুবে যায়।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০মিনিটের দিকে দৌলতদিয়া যাত্রী নিয়ে একটি ট্রলার পাটুরিয়ায় আসছিল। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে নদী উত্তাল থাকায় ট্রলারটি ডুবে যায়। পরে পাটুরিয়া ঘাটের ভাসমান ফায়ার স্টেশনের দুইটি ইউনিট তাদের উদ্ধার কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আলাউদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ বন্ধ ও ফেরিতে যাত্রী নেয়া নিষেধ থাকা সত্ত্বেও তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ট্রলারে করে নৌপথ পার হচ্ছিলেন। নদী উত্তাল থাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে তাদেরকে উদ্ধার করে প্রশাসনের পক্ষ থেকে নিজ এলাকায় পাঠিয়ে দেয়া হয়েছে জানান তিনি।
ডিপিআর/ জাহিরুল মিলন