নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ছেলে শাখাওয়াত হোসেন ফাহিম৷ বর্তমানে মিউজিকই হয়ে উঠেছে তার জ্ঞান, ধ্যান ও পেশা। পুরো নাম শাখাওয়াত হোসেন ফাহিম হলেও তিনি ডিজে বিজয় নামেই মানুষের কাছে সমধিক পরিচিত। জানতে পারা যায়, ২০১৪ সালের প্রথম দিক থেকেই মিউজিককে ভালোবেসে তার পথচলার বিস্তৃত পরিসরের উন্মেষ ঘটে এবং কলেজে অধ্যয়নাবস্থাতেই তিনি মিউজিক নিয়ে খুঁটিনাটি কাজ শুরু করেন। নিঃসংকোচেই বলতে পারা যায়, বর্তমানে দেশে যে কয়জন ডিজে আছেন তন্মধ্যে ডিজে বিজয়ের নাম প্রথম সারিতেই উঠে আসে।
উল্লেখ্য যে, ইতোমধ্যেই তিনি দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের একটি শক্ত আসন তৈরি করে নিচ্ছেন। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাবে তিনি পারফর্মেন্স করেছেন ঢাকা ক্লাব, খুলনা ক্লাব, সিলেট স্টেশন ক্লাব, চট্টগ্রাম বোট ক্লাবের মতো উল্লেখযোগ্য ক্লাবগুলোতেও। এছাড়াও, দেশের গণ্ডি পেরিয়ে ভারত ও নেপালেও পারফর্ম করার সুখস্মৃতি ও অভিজ্ঞতা রয়েছে ডিজে বিজয়ের। তার সাথে কথা বলে জানা যায় যে, সংগীত নিয়ে খেলা করতেই তিনি বেশি পছন্দ করেন এবং ইডিএম (বৈদ্যুতিক নৃত্য সংগীত)- এর প্রতি তার ব্যাপক আগ্রহ রয়েছে৷ তবে তিনি ট্র্যাপ, মুমবাথন, ডাবস্টেপ, ডিপ হাউস, পিএসওয়াই ট্রান্স, রেট্রোর মতো সংগীতেও বেশ পারঙ্গম। এই ক্ষেত্রে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং তিনি নিজেও মনে করেন এই ক্ষেত্রটিতে নিঃসন্দেহেই তার অপার সম্ভাবনা রয়েছে।
`তবে বেশ কিছু অডিও, ভিডিও গানের কাজ করছি ।
এদিকে, মিউজিক নিয়ে তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, `আমি ভবিষ্যতেও মিউজিক নিয়েই কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। মিউজিককে ভালোবেসে মিউজিকের সাথেই থাকতে চাই। তবে এর পাশাপাশি ব্যবসা করার বা উদ্যোক্তা হবার ইচ্ছে রয়েছে আমার। আমাদের দেশের অনেক ডিজেই নিজের অ্যালবাম করেছেন, তবে আমি এখনও তা করিনি। তবে কাজকে ভালোবেসে কাজ করতে করতেই একসময় এসে আমার সেরাটা সকলের সামনে তুলে ধরতে পারব বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি।
অন্যদিকে একজন ডিজে হিসেবে নিজেকে যথার্থভাবে মেলে ধরতে হলে আমি মনে করি, `অবশ্যই মিউজিকের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা থাকা লাগবে। শুধু মিউজিকের ক্ষেত্রেই নয়, যেকোনো কাজে সফল হতে হলেই সেই কাজের প্রতি প্রেম, ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ থাকা উচিৎ। আপনি যদি আপনার কাজের বিস্তৃতির জন্য স্বপ্ন দেখতে থাকেন এবং সেই অনুযায়ী পরিশ্রম ও আপনার একাগ্রতার সম্মিলন ঘটাতে পারেন, তবে দিনশেষে নির্দ্বিধায় আপনি একজন সফল ব্যক্তিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হবেন।’