1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

অচল ফেসবুক-ইনস্টাগ্রাম, টুইটারে মজা নিলো সবাই

  • Update Time : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২২৭ Time View

ওয়েব ডেস্ক: হঠাৎ অচল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ অবস্থায় সোমবার বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী টুইটার ব্যবহার করেছেন নিজের চিন্তা, অভিজ্ঞতা শেয়ার করতে। আবার কেউ কেউ টুইটারে এসে মজাও নিয়েছেন।

ফেসবুক ডাউন হওয়ার খবর ছড়িয়ে পড়তেই টুইটারের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়ে দেয় তারা সচলই আছে! ওই টুইটে বলা হয়, ‘হ্যালো লিটেরালি এভরিওয়ান।’ কয়েক ঘণ্টায় ওই টুইটে সাড়ে পাঁচ লাখের বেশি লাইক পড়ে।

অনেক বড় বড় কোম্পানিও সুযোগটি লুফে নেয়। নানা উপয়ে তারা কোম্পানির প্রচারণা চালায়। কিছু কোম্পানি পণ্যের প্রচারণাও চালায়। নেটফ্লিক্স তাদের নতুন হিট শো ‘স্কোয়াড গেম’র একটি ছবি পোস্ট করে।

এ সময়ে মজা নিয়েছে জিওন ন্যাশনাল পার্কও। টুইটে বলা হয়, ফেসবুক ও ইনস্টাগ্রাম এখনও ডাউন। সুতরাং আমরা টুইট করতে থাকি।’ ওই টুইটে পাখির কিচিরমিচির করার একটি ভিডিও যুক্ত করা হয়।

এছাড়া ব্যবহারকারীরা নানা ছবি ভিডিও পোস্ট করে টুইটারে মজা নিয়েছেন।

বাংলাদেশ সময় সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে সমস্যা দেখা দেয়। এরপর মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে সেবাগুলো আবার সচল হয়।

ওয়েবসাইট মনিটরিং গ্রুপ ডাউনডিটেক্টর জানিয়েছে, বিশ্বব্যাপী এক কোটির বেশি মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

টুইট বার্তায় ফেসবুক জানিয়েছে, বিশ্ব বিপুল পরিমাণ মানুষ ও ব্যবসায়িক কমিউনিটি যারা আমাদের ওপর নির্ভরশীল : আমরা দুঃখিত। আমরা অ্যাপ ও সেবা চালুর জন্য কঠোর পরিশ্রম করছি এবং তারা অনলাইনে পুনরায় ফিরে এসেছে জানতে পেরে খুশি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

ইনস্টাগ্রাম টুইট বার্তায় জানিয়েছে, ইনস্টাগ্রাম এখন ফিরে এসেছে কিন্তু ধীরে চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেরি হওয়ার জন্য দুঃখিত!

সেবা স্থগিত থাকায় দুঃখ প্রকাশ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও। এ নিয়ে জাকারবার্গ ফেসবুকে লিখেন, ফেসবুক, ইস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার এখন সচল হয়েছে। আজকের অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য আমি দুঃখিত।

তিনি আরও বলেন, আমি এটাও জানি, মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষায় আপনারা ফেসবুকের সঙ্গে কতটা সম্পৃক্ত।

এত দীর্ঘ সময় ধরে সার্ভার ডাউন হওয়া ঘটনা বিরল। সর্বশেষ ২০১৯ সালে ফেসবুক ও অন্যান্য অ্যাপে ১৪ ঘণ্টার মতো এ ধরনের সমস্যা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..