মশা
গুন গুন করে গান শুনিয়ে
সকল কে করি মোর সুর ভক্ত।
দক্ষিণা আমার প্রাপ্য বলে
শুষে নেই এক বিন্দু রক্ত।
কেউ বলে আমায় রক্ত চোষা
কেউ বলে আমায় মশা।
জলই আমার প্রধান জন্মভূমি,
জমা জলই আমার প্রধান বাষা ।
মারাত্মক রোগ জীবাণু বহন করি
ম্যালেরিয়া, টাইফয়েড ডেঙ্গু।
এক কামরেই শক্তিশালী মানুষ হয়,
দূর্বল রোগগ্রস্ত পঙ্গু ।
মশারি ভেদকরে ঢুকতেই পারি না,
পৌঁছাতে পারিনা মানুষের পাশে,
অন্যায় ভাবে জীবন কেড়ে নিচ্ছে,
মটিন গুডনাইট এর গ্যাসে।
গানের সময় দেয় অনেক বাধা,
বারতেই থাকে অত্যাচার।
এতোটুকু ক্ষুদ্র শরীরের উপর
মারতেই থাকে চর, থাপ্পড়।
অল্প সময়ের আয়ুটাকে আমি,
কাটাই আনন্দ করে,
রক্ত খাওয়া প্রধান কাজ হলেও
গান শোনাই মন ভরে।
কবি:সত্যজিৎ পাল