মাষ্টারমশাই
গুরু কুল, পাঠশালা নাম পাল্টে
এখন হয়েছে
স্কুল,কলেজ,বিদ্যালয়
গুরু গুরুদেব শিক্ষাগুরুরাই এখন
স্যার টিচার আর মাষ্টারমশাই ।
ছাত্র-ছাত্রী স্কুলে প্রথমেই শেখে
অধ্যায়ন এবং নিয়ম শৃঙ্খলা।
ভবিষ্যতের ভীত তো ওখানেই গড়ে দেয়
শিক্ষকদের শাষন আর পরিচালনা।
কঠোর শাষন চোখ রাঙানি থাকলেও
হৃদয় সর্বদা ভালোবাসায় ঠাসা
সন্তানের ভবিষ্যৎ তো স্কুলেই
শিক্ষকেরাই অভিভাবক দের ভরসা।
ধন্য শিক্ষক, তাদের ছাত্র আজ,
আমলা, উকিল,কেউ চালায় পুলিশ প্রশাসন।
কেউ পিওন ,কেউ প্রফেসর,
কেউ চালায় দেশের শাষন।
লুপ্ত সন্মান আজ হারিয়েছে শ্রদ্ধা,
বেড়েছে হানাহানি, হিংসা ও ঝগড়াঝাঁটি।
নিজেরাই নিজেদের ভুল পথে এনেছে,
যেদিন কেরেছে শিক্ষকের হাতের লাঠি।
শাসনহীন সমাজ আজ হারিয়েছে ধৈর্য
স্বার্থবাদী করে শিক্ষকদের অসন্মান।
যুগ যুগান্তরে সমাজকে শিখিয়ে এসেছেন
জানাই করো জোড়ে শিক্ষকদের প্রনাম ।