বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস ২০২১ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বে-সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বিজয়ের সুবূর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরুহয়। সকালে অপরাজয় ৭১ এবং শহীদ মোহাম্মদ আলীর কবরে পুস্পার্ঘ অর্পন করেন প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর বিজয় র্যালি বের করা হয়। র্যালির নেতৃত্বে দেন জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা কমান্ড। র্যালিতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্টানের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, স্কুল কলেজের ছাত্রছাত্রী, বিএনসিসি সহ সাধারণ মানুষ অংশ নেয়।