বগুড়া প্রতিনিধি:
গতকাল ২২শে আগস্ট শুক্রবার Youth Blood Donor Association Bogura (YBDA) এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত ব্লাড গ্রুপিং ক্যাম্পে ১৫০ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
শাদিদ আহম্মেদ রাহাদের সভাপতিত্বে এবং আহনাফ আকিব রুদ্রর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী কাইসার (রুপিন)। এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব লিমন মন্ডল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিমেল মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ অভি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, টেডি বগুড়া। এছাড়াও সংগঠনের পক্ষে সংগঠনের পরিচালক আলী হাসান উৎস। তুষার, রিয়াদ, আরাফাত প্রমুখ।