আন্তর্জাতিক ডেস্ক: জরুরি ভিত্তিতে আজকের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ ছাড়তে ভারতীয়দের নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। কিয়েভে রাশিয়ার জোরালো আক্রমণের আশঙ্কার মধ্যেই মঙ্গলবার (১ মার্চ) এই নির্দেশনা দেওয়া হলো। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থান করা ভারতীয়দের আজকের মধ্যে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। ট্রেন বা অন্য যেকোনো উপায়ে তাদেরকে কিয়েভ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
ইউক্রেনের ভারতীয় দূতাবাস থেকে দেওয়া সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, ‘শিক্ষার্থীসহ সকল ভারতীয় নাগরিককে আজকের মধ্যেই জরুরিভাবে কিয়েভ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ট্রেনে করে বা সম্ভব অন্য যেকোনো উপায়ে শহরটি ছাড়তে হবে।’
এর আগে ইউক্রেনের ভারতীয় দূতাবাস থেকে দেওয়া সোমবারের নির্দেশনায় ভারতীয় শিক্ষার্থীদের কিয়েভের রেলস্টেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। মূলত সাধারণ মানুষকে দেশের পশ্চিমাঞ্চলে সরিয়ে নিতে ইউক্রেন সরকার সেখানে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে।
তবে ফেরার পথে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারেন বলেও উল্লেখ করা হয়েছে ইউক্রেনের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে দেওয়া নির্দেশনায়। আর তাই নিরাপদ স্থানে যাওয়ার সময় নিজের কাছে পাসপোর্ট, পর্যাপ্ত অর্থ এবং প্রয়োজনীয় পোশাকও রাখার আহ্বান জানিয়েছে তারা।
এছাড়া আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোরও সহায়তা নিচ্ছে নয়াদিল্লি। ট্রেন দেরিতে চলতে পারে বা বাতিল হতে পারে, এমন সতর্কবার্তাও দেওয়া হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। দীর্ঘক্ষণ লাইনেও দাঁড়িয়ে থাকতে হতে পারে।