করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব এখন অস্থির। প্রতিটি দেশই এই রোগের নিরাময় খুঁজতে প্রাণপণ চেষ্টা করছে। ঠিক এ সময় দিল্লি থেকে আশা জাগানো খবর পাওয়া গেল।
দিল্লিতে গত সপ্তাহে করোনা আক্রান্ত রোগীর দেহে প্লাজমা থেরাপি দিয়ে চিকিৎসা করার চেষ্টা করা হয়।
এখন সেই রোগীর ভেন্টিলেটর খুলে নেওয়া হয়েছে, তাকে আইসিইউ থেকে ইতোমধ্যে অন্য ঘরে দেওয়া হয়েছে।
দক্ষিণ দিল্লির ম্যাক্স সাকেত হাসপাতালে ১৪ এপ্রিল এক করোনা আক্রান্ত রোগীর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। পরিবারের অনুরোধে রোগীর দেহে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়।
হাসপাতালের তরফ থেকে জানানো হয়, প্লাজমা থেরাপির পরেই ওই রোগীর অবস্থার উন্নতি হয়। চিকিৎসার চতুর্থ দিন অর্থাৎ ১৮ এপ্রিল রোগীকে ভেন্টিলেটর থেকে সরিয়ে দেওয়া হয়। আপাতত তাকে সাপ্লিমেন্টারি অক্সিজেনে রাখা হয়েছে। রবিবার থেকে তাকে তরল খাবার দেওয়া হচ্ছে। রোগীর অবস্থা এখন আগের থেকে ভালো।
ম্যাক্স হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সন্দীপ বুদ্ধি রাজা বলেন, ‘আমরা খুবই খুশি, এই চিকিৎসা খুব ভালোভাবে কাজে দিয়েছে। তবে রোগীর সুস্থতার জন্য আমরা প্লাজমা থেরাপির উপর পুরোপুরি ভরসা করতে পারি না। কারণ অন্যান্য বিষয়ও রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
গত সপ্তাহের মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হন বাবা-ছেলে। তাদের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাবার অবস্থা খুবই খারাপ ছিল। তিনি বয়স্ক ছিলেন তাই তাকে প্লাজমা থেরাপি দেওয়ার পরেও বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু প্লাজমা থেরাপিতে ছেলের শারীরিক অবস্থার উন্নতি হয়।
খবর: এনডিটিভি