দৈনিক প্রত্যয় ডেস্কঃ করোনাভাইরাস মহামারির কারণে কানাডা আর যুক্তরাষ্ট্রে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা থাকছে ২১ জুন পর্যন্ত। কানাডিয়ান সরকারি সূত্র ও এক শীর্ষ মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
গত ১৮ এপ্রিল দুই প্রতিবেশী দেশ করোনা ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ করে ২১ মে পর্যন্ত। দুই দেশেই এ রোগ বাড়তে থাকায় আরো একমাস ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়াতে কাজ করছে।
ওয়াশিংটনের সঙ্গে কথা বলে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন কানাডিয়ান সরকারের এক সূত্র, ‘কড়াকড়ি তুলে নেওয়াটা বড্ড তাড়াতাড়ি হয়ে যাবে, তাই এটি বাড়াতে আমরা কাজ করছি।’
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি চ্যাড উল্ফ বুধবার জানান, কানাডা ও মেক্সিকোর সঙ্গে তাদের সীমান্তে কড়াকড়ি বাড়ছে।
ডিপিআর/ জাহিরুল মিলন