গাজী মো. তাহেরুল আলম, ভোলা: আওয়ামীলীগ বাংলাদেশে যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতায় ভোলার চরফ্যাসন ও মনপুরা কোন অংশে পিছিয়ে নেই, উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। নজিরবিহীন সকল উন্নয়নের অংশীদার সকলে, সুফল ভোগও করবেন আপনারা। আমি আপনাদের পাশে থাকতে পারলে আপনাদের কোন আশা অপূর্ণ থাকবে না।
শনিবার দুপুরে ২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে দুইটি রাস্তা পুনঃনির্মাণ কাজের উদ্বোধন সহ চেয়ারম্যান বাজার ইসলামিয়া দাখিল মাদরাসার ৬শ’ মিটার রাস্তার জন্য ২২লক্ষ টাকা বরাদ্দ করেছি এবং অত্র এলাকার। অবশিষ্ট সকল কাজ পর্যায়ক্রমে করে হবে।
চেয়ারম্যান বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে এক গণ সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ( এমপি)।
চেয়ারম্যান বাজার থেকে চর ফকিরা বেড়িবাঁধ পযর্ন্ত পূনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে তিনি আরও বলেন, আপনাদের পাশে আমি থাকতে পারলে আপনাদের কোন স্বপ্ন অপূর্ণ রাখব না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাও জনগনের কাছে ওয়াদাবদ্ধ।
তিনি বলেন, আপনাদের ভোটে আমি ৩ বার নির্বাচিত এমপি, ১ বার উপমন্ত্রী ছিলাম। আমার প্রতি আপনাদের ভালবাসা বা জনপ্রিয়তার কোন ঘাটতি ঘটেনি। এ ভালবাসাকে পুঁজি করে আমি চরফ্যাসন ও মনপুরার উন্নয়ন কাজ অব্যহত রেখেছি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, আওয়ামী লীগ সাধারন সম্পাদক ভিপি নুরুল ইসলাম, পৌর মেয়র মো. মোরশেদ, হাজারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান কামাল হোসেন মজিব, চেয়ারম্যান বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মোঃ মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য শাহাবুদ্দিন মঞ্জু, শশীভূষণ থানা যুবলীগের আহবায়ক ফারুক জুয়েলসহ অন্যান্য নেতাকর্মীরা।