২০১৯ সালে করোনাভাইরাস প্রথম প্রাদুর্ভাব ঘটে চীনে। সেই সূত্রেই যুক্তরাষ্ট্রসহ কয়েক দেশ করোনাভাইরাস ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেয়ার সন্দেহ করছে চীনের বিরুদ্ধে।করোনাভাইরাসের উৎপত্তির বিষয়টি তদন্ত করে দেখার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বানে একজোট হয়েছে আরো ১শ’ টির বেশি দেশ।নভেল করোনাভাইরাসের উৎস ও শুরুতে সংক্রমণ রোধে চীনের ভূমিকা কী ছিল, সে বিষয়ে তদন্ত করতে চলমান সম্মেলনে একটি প্রস্তাবনা উত্থাপনের দাবি উঠে। এই খসড়া প্রস্তাবনাটি যৌথভাবে তৈরি করেছে অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রস্তাবনায় অবশ্য চীনের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো করোনাভাইরাস নিয়ে তথ্য লুকোচাপা করার জন্য বেইজিংয়ের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন।চীনের উহান থেকে করোনাভাইরাস উৎপত্তির পর থেকে দেশটির ভূমিকার সমালোচনা করে আসছেন ট্রাম্প। ভাইরাসটি চীনের ল্যাবে উৎপত্তি হয়েছে- এমন প্রমাণহীন দাবিও করেছেন তিনি।অন্যদিকে চীনের হয়ে কাজ করার ও মহামারীর বিষয়টিকে প্রথম দিকে গুরুত্ব না দেয়ার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধের ঘোষণাও দেন ট্রাম্প।