দৈনিক প্রত্যয় ডেস্কঃ ইসরায়েলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দু ওয়েই’র মরদেহ তেলআবিবে তার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে।
ইসরায়েলের পুলিশ ও গণমাধ্যমের বরাত দিয়ে রোববার (১৭ মে) দুপুরে বিবিসি এ খবর প্রকাশ করেছে। মৃত্যুকালে দু ওয়েই’র বয়স হয়েছিল ৫৭ বছর। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
সম্প্রতি করোনাভাইরাস মোকাবিলায় চীনের সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
তার দাবি, চীন করোনা নিয়ে তথ্য গোপন করেছে। তার বক্তব্যকে ‘অ্যাবসার্ড’ বলে আখ্যা দিয়েছিলেন দু ওয়েই।
গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রদূত হিসেবে ইসরায়েলে নিয়োগ পান দু ওয়েই। এর আগে ইউক্রেনে চীনা দূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
দু ওয়েই বিবাহিত, তার স্ত্রী ও একটি সন্তান আছে। তবে তারা ঘটনার সময় ইসরায়েলে ছিলেন না বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের চ্যানেল ১২ টিভি অজ্ঞাতনামা মেডিকেল কর্মকর্তার উদ্ধতি দিয়ে বলেছে, প্রাথমিকভাবে ঘুমের মধ্যে দু ওয়েইর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ডিপিআর/ জাহিরুল মিলন