সাখাওয়াত হোসেন (পাবনা) জেলা প্রতিনিধি: পাবনা শিল্প নগরী বিসিক” শিল্প মালিক সমিতি অফিস ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। ৩মার্চ বৃহস্পতিবার দুপুরের দিকে পাবনা শিল্প নগরী বিসিক শিল্প মালিক সমিতির অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন পাবনা সদর আসনেব সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
উদ্বোধন শেষে বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হেসেনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা বক্তব্য রাখেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা শিল্প নগরী বিসিক এর মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, বিসিক শিল্প মালিক সমিতিসহ সভাপতি প্রফেসর ওলিউর রহমান, রাজা সাহেব, সাংগঠনিক সম্পাদক মাহাদত হোসেন ডাবলু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, বিসিক সমিতির সদস্যসহ স্থানীয় সাংবাদিক কর্মী বৃন্দ।