রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ
বগুড়া সদর থানায় সর্বোচ্চ সংখ্যক মামলা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগে ২৪ টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী মোঃ আব্দুর রাজ্জাক কে গ্রেফতার করেছে জেলা পুলিশ বগুড়ার একটি চৌকস দল।
গ্রেফতারকৃত আসামী আব্দুর রাজ্জাক এর পিতা মৃতঃ জয়নাল আবেদীন, সাংঃ কাওলা থানা ও জেলা -বগুড়া।
পুলিশ সুপার বগুড়া জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার এর নির্দেশে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফয়সাল মাহমুদ এর দিক নির্দেশনায় সদর থানার ওসি জনাব সেলিম রেজার নেতৃত্বে চৌকস এসআই মোঃ জাকির আল আহসান সহ একটি আভিযানিক দলের অভিযানে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাকে গ্রেফতারকারী চৌকস এস আই জাকির আল আহসান দৈনিক প্রত্যয় কে জানান যে, গ্রেফতারকৃত জাতীয় প্রতারক আব্দুর রাজ্জাক বগুড়া, রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে বিভিন্ন পদে সরকারি চাকুরী দেবার নাম করে বিভিন্ন সময়ে কয়েক কোটি টাকার প্রতারণা করে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২৪ টি মামলায় ওয়ারেন্ট জারি হয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তবে পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, সদির সার্কেল জনাব ফয়সাল মাহমুদ ও সদর থানার ওসি সেলিম রেজার সার্বিক দিক নির্দেশনায় তারা এই কুখ্যাত প্রতারক কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আরও বিস্তারিত আসছে…