1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan Shanto : Rakibul Hasan Shanto
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

অবশেষে ক্লু-লেস গণধষর্ণ মামলার রহস্য উদঘাটন ও ৪ ধর্ষণকারী গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২৬৮ Time View

সিলেট প্রতিনিধি : এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর হইতে গত ১৯/০২/২০২১খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:১০ ঘটিকার সময় ভিকটিমকে ধর্ষণকারীরা সুকৌশলে চন্ডীপুলে যাওয়ার কথা বলে সিএনজি গাড়ীতে তুলে নেয়। এরপর নরপশুরুপী ধর্ষণকারী আসামীরা চন্ডীপুলে না নামিয়ে দিয়ে জোরপূর্বক অপহরন করিয়া অজ্ঞাতস্থানে নিয়ে আসামীরা একের পর এক পালাক্রমে গণধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিমকে অজ্ঞাতনামা আসামীরা সিএনজি’তে করে লালাবাজারের অনুমান ২০০ গজ পশ্চিম পাশের্^ রাত অনুমান ০৯:২০ ঘটিকায় নামিয়ে দেওয়ার সময় ফোন ও ভ্যানেটি ব্যাগ ফেরত দেয় এবং ৬০/- টাকা গাড়ী ভাড়া দিয়ে দেয়। ভিকটিমের বোন বাদী হয়ে দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেটে উক্ত ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করিলে, দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৯, তাং-২০/০২/২০২১খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৭/৯(৩) রুজু করা হয়।

দক্ষিণ সুরমা থানা পুলিশ ক্লুলেস গণধষর্ণ মামলাটি তদন্তে নেমে বিভিন্ন প্রক্রিয়া অনুস্বরণ সহ তথ্য প্রযুক্তি ব্যবহার করিয়া অবশেষে সক্ষম হয়েছে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে। অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মো: আবুল হাসেম মজুমদার এবং এসআই/কল্লোল গোস্বামী, এসআই/যতন চন্দ্র পাল, এসআই/শিপলু চৌধুরী, এসআই/রাজীব কুমার রায়, এসআই/লিটন চন্দ্র দত্ত, এসআই/সৈয়দ সাফি মাহমুদ রাসেলদের চৌকস একটি দল গত ১৮/০৩/২০২১খ্রিঃ তারিখ অত্র মামলায় ধর্ষণের ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত আসামী ১। সুরমান খান (৩০) পিতা-মর্তুজা খান, মাতা-কামরুন নেছা, সাং-ঘোষগাঁও পশ্চিমপাড়া, থানা-ওসমানীনগর, জেলা-সিলেটকে গ্রেফতার করে। তাহাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাহার দেওয়া তথ্যের ভিত্তিতে দিন রাত অভিযান করে একে একে ২। সোহেল মিয়া (২৮) পিতা- আরজু মিয়া, মাতা- জয়া বেগম ওরফে নাসিমা, সাং- দুর্লভপুর, মনতলা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-নিজ করুয়া (৭নং দয়ামীর ইউনিয়ন অফিসের পিছনে), থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, ৩। জামাল খাঁন (৩৫) পিতা-মৃত আমজাদ খাঁন, মাতা-সালেহা বেগম, সাং-কাপন খালপাড়, ১নং ওয়ার্ড, ৭নং দয়ামীর ইউ/পি, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট এবং ৪। সাইফুর রহমান বাবুল (২৩) পিতা-আফতাব মিয়া, মাতা-রুবি বেগম, সাং-নিজ করুয়া (জায়গিরদারপাড়া), ৭নং ওয়ার্ড, ৭নং দয়ামীর ইউ/পি, থানা-ওসমানীনগর, জেলা সিলেট’দেরকে তাহাদের নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করা হয়।

আসামীরা ভিকটিমকে মামলার ২য় ঘটনাস্থল সিলেট জেলার ওসমানীনগর থানাধীন চন্ডীত্তীয়র গ্রামস্থ কালা চাঁদের তলার দক্ষিণ পার্শ্বে রুনি হাওড় নামক স্থানে খালি জমিনে নিয়ে ভিকটিম এর ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে গণধর্ষণ করে বলে তদন্তকালে প্রকাশ পায়।

উক্ত ঘটনা সংক্রান্তে ঘটনার সহিত প্রত্যক্ষ ভাবে জড়িত গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১। সোহেল মিয়া (২৮), ২। জামাল খাঁন (৩৫), ৩। সাইফুর রহমান বাবুল (২৩) বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-২য়, সিলেট এর নিকট স্বেচ্ছায় নিজেদের দোষ স্বীকার করে ফৌ: কা: বি: ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।

রিপোর্ট মোঃ শাহীন আহমদ, সিলেট।

আরও পড়ুন : সিলেটের ৫ নং সিলাম ইউনিয়নের চেয়ারম্যান গুরুতর অসুস্থ

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..