প্রত্যয় নিউজ ডেস্কঃ অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যশোরের শার্শার নিজামপুরে শাহিন নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(২৬ আগস্ট) বিকেলে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথির কাছে জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার নিজামপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় শাহিন নামে একজনকে জরিমানা করা হয়। বালু উত্তোলন ফসলের ও পরিবেশের জন্য হুমকি স্বরূপ। পরে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস ও অভিযুক্তকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
ডিপিআর/ জাহিরুল মিলন