আটকের তিনসপ্তাহ পর জাহাজটি ছেড়ে দেয়া হলো৷ জিও ব্যারেন্টস পরিচালনাকারী বেসরকারি উন্নয়নসংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) দাবি করেছে, ভূমধ্যসাগর থেকে অভিবাসীদের উদ্ধার কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে জাহাজটিকে আটক করা হয়েছিল৷
টুইটারে এক বার্তায় এমএসএফ জানিয়েছে যে ভূমধ্যসাগর থেকে অভিবাসীদের উদ্ধারে জিও ব্যারেন্টসকে এখন খুবই দরকার, কেননা সেখানে উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে অন্যরা হিমশিম খাচ্ছে৷ ইটালি থেকে ছাড়া পাওয়ায় জিও ব্যারেন্টস ভূমধ্যসাগরে ওশেন ভাইকিং এবং সি-ওয়াচ থ্রির সঙ্গে যৌথভাবে উদ্ধার তৎপরতায় অংশ নেবে৷
সমুদ্র থেকে শত শত মানুষকে উদ্ধার
ওশেন ভাইকিং জাহাজটিতে বর্তমানে ৫৫৩ জন রয়েছেন যাদেরকে গত কয়েকদিনে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে৷ তাদের অনেকেই এখন সি-সিকনেস-এ ভুগছেন৷ কেউ কেউ হিটস্ট্রোক-এর শিকার৷ পাশাপাশি লম্বা ভ্রমণের ক্লান্তিতেও অনেকের অবস্থা কাহিল বলে জানিয়েছেন জাহাজটিতে থাকা উদ্ধারকারীরা৷ এসব অভিবাসীদের ইউরোপের মাটিতে নামিয়ে দিতে এখন একটি নিরাপদ বন্দর খুঁজছে ওশেন ভাইকিং৷
এদিকে, সি-ওয়াচ থ্রিতে বর্তমানে ২৬০ জনের মতো অভিবাসী রয়েছেন৷ উদ্ধারকৃত বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় তাদের জাহাজটি থেকে নামিয়ে ফেলা হয়েছে৷
ল্যাম্পেডুসায় আরো অভিবাসী
ইটালির আনসা সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে যে ৪২০ জনের মতো অভিবাসী ছোট নৌকায় করে সোমবার রাতে ইটালির ল্যাম্পেডুসা বন্দরে পৌঁছেছে৷
সমুদ্র পথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে চলতি বছর ইতোমধ্যে অন্তত এক হাজার ১৪৬ জন মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম৷ তবে বিশেষজ্ঞরা ধারণা করেন, মৃতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি৷