বিপজ্জনকভাবে ইংলিশ চ্যানেল পার হতে চেষ্টা করা ছোট নৌকাগুলিকে সনাক্ত করার উদ্দেশ্যে ফ্রান্স তার উত্তরের উপকূলীয় শহর বুলন-সুর-মের ও ডানকির্ক শহড়ের মধ্যে এবং দিয়েপ বন্দরের আশেপাশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করবে। পাশাপাশি এসব শহরের উপকূলবর্তী এলাকায় বিমান টহলকে আরও জোরদার করা হবে।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরা দারমানা এবং ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের মধ্যকার বৈঠকের পর জানানো হয়েছে, “ব্রিটেন এই পদক্ষেপগুলিতে ২০২১ ও ২০২২ অর্থবছরে ৬২.৭ মিলিয়ন ইউরো অর্থ বিনিয়োগ করবে, যাতে ফ্রান্সে অভিবাসী আশ্রয়কেন্দ্রগুলিতে যারও বেশী অর্থায়ন করতে পারে।”
আলোচনায় সম্মত হওয়া বেশিরভাগ পদক্ষেপ মুলত ফরাসি সীমান্তের দিক থেকে বাস্তবায়ন করতে হবে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর থেকে মোট ৭২০০ জনের বেশি মানুষকে বহনকারী নৌকাকে বাধা দেওয়া হয়েছে ।
ব্রিটিশ হোম অফিস জানিয়েছে, সোমবার একদিনে রেকর্ড ৪৩০ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন, যাদের মধ্যে নারী এবং অল্প বয়স্ক শিশুরাও ছিল।
মঙ্গলবার পর্যন্ত বার্তা সংস্থা পিএ নিউজ এজন্সির সংকলিত তথ্য অনুসারে, কমপক্ষে ৮,৪৫২ জন অভিবাসী এই বছর ছোট নৌকায় ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন যেটি ইতিমধ্যে ২০২০ সালের মোট সংখ্যাকে ছাড়িয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটেন আশ্রয়প্রার্থীদের জন্য দেশটিকে কম আকর্ষণীয় করে তুলতে কাজ করছে। এছাড়া অবৈধ অভিবাসনের হোতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ কার্যকর করবে।
ফ্রান্স বলেছে, তারা ব্রিটেনের পাশাপাশি স্পেন ও ইটালির সীমান্তে টহল দেওয়ার জন্য আরও পুলিশ মোতায়েন করেছে।