আরাফাত রায়হান, চবি প্রতিনিধি : মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ।
১০ই জুলাই শনিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বরে ২৫০ ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া, আহসানুল কবির পলাশ এবং রামেন্দু পারিয়াল।
সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া ছাত্রলীগের উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান অবস্থায় আমাদের সকলের নৈতিক দায়িত্ব অসহায়দের পাশে দাঁড়ানো। চবি ছাত্রলীগ সবসময় মানবিক কর্মকান্ড করে আসছে। ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে এ ধরনের কর্মকান্ড অব্যাহত রাখার অনুরোধ জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, আবদুল্লাহ আল নাহিয়ান রাফি, সাদাফ খান, ইমরান হোসেন, ফজলে রাব্বি, ইয়াসিন রুবেল, ইখলাস, হোসাইন সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের নির্দেশে আমরা আজকে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। সমাজের বিত্তবানদের আহ্বান জানাই মহামারীর এই ক্রান্তিলগ্নে অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য ।