প্রত্যয় নিউজ ডেস্কঃ আইনি জটিলতায় পড়তে যাচ্ছে আইপিএলের আয়োজক কমিটি। সংযুক্ত আরব আমিরাতে নয়, ভারতেই আইপিএল আয়োজন করার ব্যাপারে বিসিসিআইকে সিদ্ধান্ত নিতে বলে পিটিশন দায়ের করেছেন অভিষেক লাগু নামের এক আইনজীবী। মুম্বাই হাইকোর্টে এ আবেদন করেন অভিষেক লাগু নামের এই আইনজীবী।
করোনার প্রভাবে আইপিএলের সময় পিছিয়েছে। সেই সাথে পরিবর্তন হয়েছে ভেন্যু। ভারতে নয়, সংযুক্ত আরব আমিরাতে বসবে এবারের আসর। আর সেটাই কাল হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন না করার জন্য এরই মধ্যে মুম্বাই হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন অভিষেক লাগু নামের এক আইনজীবী। মুম্বাই হাইকোর্টে এ পিটিশন দায়ের করেন তিনি। ভারতের মাটিতেই আইপিএল আয়োজনে বিসিসিআইকে সিদ্ধান্ত নেয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন এই আইনজীবী।
অভিষেকের মতে, সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করতে দেয়া হলে, আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হবে ভারত। কারণ এর সঙ্গে প্রায় ৫০ কোটি টাকার ব্র্যান্ড ভেল্যু জড়িত। যা আসন্ন মৌসুমে বাড়বে বলে মনে করেন তিনি। করোনার কারণে আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে ভারতের অর্থনীতির। সেই ক্ষতি পোষাতে আইপিএল বড় মাধ্যম হতে পারে বলে মত তার।
এদিকে, নতুন টাইটেল স্পন্সর পেয়েছে আইপিএল। ২২২ কোটি রুপি দিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় এই লিগের টাইটেল কিনে নিয়েছে, ভারতের ফ্যান্টাসি স্পোর্টস প্লাটফর্ম ‘ড্রিম ইলেভেন।’
আর মাত্র একমাস পরেই শুরু হবে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ আইপিএলের ১৩তম আসর। যে আসর ঘিরে শুধু ক্রিকেটার নয়, অধীর আগ্রহে অপেক্ষমান পুরো ক্রিকেট বিশ্ব। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে নতুন করে জটিলতায় পড়তে হচ্ছে আয়োজক কমিটিকে।
লিগের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পাটেল বিষয়টি নিশ্চিত করেন। নিলামে ২২২ কোটি ভারতীয় রুপিতে আইপিএলের টাইটেল স্পন্সরশিপ জিতে নেয় ড্রিম ইলেভেন। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি করেছে আইপিএল কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী স্পন্সর থেকে পাওয়া অর্থের ৫০ শতাংশ, অর্থাৎ ১১১ কোটি রুপি সমানভাবে ভাগ করে দেয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
এদিকে, চীনের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের বিরোধের জেরে আইপিএলের স্পন্সরশিপ থেকে নাম সরিয়ে নেয় চীনা প্রতিষ্ঠান ভিভো। তাতে ফ্র্যাঞ্চাইজি লিগটির টাইটেল স্পন্সরের জায়গাটা খালি হয়ে যায়। এবার সেই শূন্যস্থান পূরণে এগিয়ে এসেছে ভারতের ফ্যান্টাসি স্পোর্টস প্লাটফর্ম ‘ড্রিম ইলেভেন।’
ডিপিআর/ জাহিরুল মিলন