সেলিম সানোয়ার পলাশ, রাজশাহীঃ বাংলাদেশ আওয়ামী মটর চালকলীগ, রাজশাহী জেলার সমন্বয়ক শ্রমিক নেতা শাহনেওয়াজ প্রিন্সের উদ্যোগ ও সহযোগিতায় তার বাসভবনের নিচতলায় ব্যাক্তিগত চেম্বারে ২১ এপ্রিল সকাল ১১ ঘটিকায় কর্মহীন চালকদের মাঝে ত্রান বিতরন করা হয়। ত্রান বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ খান।
আরো উপস্থিত ছিলেন আওয়ামী মটর চালক লীগের রাজশাহী জেলা সভাপতি জনাব ফজলে রহিম খোকন, দপ্তর সম্পাদক পিয়াস, প্রচার সম্পাদক মোঃ হোসেন, মহানগর ছাত্র মৈত্রী সাধারন সম্পাদক সম্রাট সহ প্রমুখ।
ত্রান বিতরন শেষে বিশ্বব্যাপী করোনা মুক্তি দোয়া করা হয়।
শাহনেওয়াজ প্রিন্স জানান, আমার নেতা রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ চাচার আমাকে শিখিয়েছেন ও অনুপ্রেরনা জাগিয়েছেন, নিজের যতটুকু আছে তা নিয়ে সহযোদ্ধা ভাইদের সাথে ভাগ করে নিতে। তারই অনুপ্রেরনা ও মানবিকতা থেকে আমার ব্যাক্তিগত সামান্য উদ্যোগ।
শ্রমজীবী ভাইদের জন্য আমাদের ত্রান বিতরন সহ অন্যান্য সেবামূলক কার্যক্রম অব্যহত থাকবে।