প্রত্যয় নিউজ ডেস্কঃ আফগানিস্তান ক্রিকেট বোর্ডে (এসিবি) যুক্ত করা হয়েছে মোহাম্মদ নবিকে। দেশটির সাবেক এই অধিনায়ককে বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে বৃহস্পতিবার নতুন চারজন বোর্ড সদস্যের নাম ঘোষণা করা হয়। নতুন সদস্য হিসেবে নিয়োগ পাওয়া অন্য তিন জন হলেন দেশটির এখনকার মহিলা বিষয়ক মন্ত্রী হাসিনা সাফি, সংসদ সদস্য রোহুল্লাহ খানজাদা ও আফগানিস্তানের প্রথম উপরাষ্ট্রপতির সিনিয়র উপদেষ্টা হারুন মির। আফগান বোর্ডে মোট সদস্য নয়জন।
তবে বোর্ডে নবির নাম অনেকটা চমক হিসেবেই এসেছে। বোর্ড যখন বিবৃতি দিয়েছে, তখন সেন্ট লুসিয়া জুকসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছিলেন নবি।
গেল বছর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে এই সংস্করণ থেকে অবসর নেন নবি। তবে সীমিত ওভারের ক্রিকেটে এখনও দেশের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। সক্রিয় খেলোয়াড় হিসেবে দেশের ক্রিকেট বোর্ডে যুক্ত হওয়া প্রথম ব্যক্তি মনে করা হচ্ছে তাকে।
ডিপিআর/ জাহিরুল মিলন