আদালত প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ রাব্বিকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলাটি রাষ্ট্র পক্ষে পরিচালনার জন্য তিন আইনজীবীকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এদের মধ্যে চিফ স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলকে।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে গত ২ জুলাই এই চিঠি ইস্যু করা হয়। সোমবার সেই চিঠিটি স্পেশাল পাবলিক প্রসিকিউটরদের হাতে এসে পৌঁছায় বলে জানা যায়। চিঠিতে বলা হয়, আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলা পরিচালনার জন্য অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজলকে চিফ স্পেশাল পাবলিক প্রসিকিউটর, অ্যাডভোকেট এহসানুল হক সমাজী ও অ্যাডভোকেট আবু আব্দুল্লাহ ভূঁইয়াকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো। চিঠিতে আরও বলা হয়, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন দ্রুত বিচার মামলার গুরুত্ব বিবেচনায় মামলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনস্বার্থে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল সাংবাদিকেদের বলেন, আবরার ফাহাদ হত্যা মামলাটি বর্তমানে অভিযোগ গঠনের জন্য অপেক্ষমাণ রয়েছে। এখন আমরা কোর্ট এবং আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ভার্চুয়ালি কোর্ট পরিচালনা করে চার্জ গঠন করে বিচার কার্যক্রম শুরুর উদ্যোগ নেব।
প্রসঙ্গত, একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে গত বছরের ৬ অক্টোবর গভীর রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে বেধড়ক পিটিয়ে হত্যা করে। এ অভিযোগে ৭ অক্টোবর আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওয়াহেদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।