প্রত্যয় নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ফুজিরা থেকে আবারও তিন বাংলাদেশি নারীকে দালালদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। দুবাইতে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসাইন খানের তত্ত্বাবধানে এই নারীদের উদ্ধার করা হয়।
উদ্ধার নারীরা জানান, বাংলাদেশ থেকে তারা কাজের উদ্দেশে আমিরাতে আসেন। তাদেরকে মাসিক ৫০ হাজার টাকা বেতনের প্রলোভন দেখিয়ে অগ্রিম ৪০ হাজার টাকা দিয়ে আমিরাতে নিয়ে যায় দালালরা। তাদেরকে আর্টিস্ট বা নৃত্যশিল্পীর কথা বলে নিয়ে যাওয়া হলেও কিছুদিন পর অনৈতিক কাজের জন্য বাধ্য করা হয়। নির্যাতন সহ্য করতে না পেরে নিরুপায় হয়ে তাদের উদ্ধারের জন্য বাংলাদেশ কনসুলেটে সহায়তা চেয়ে কল করে তারা।
উল্লেখ্য, ৬ জুন বাংলাদেশি দালাল চক্রের হাত থেকে নির্যাতনের শিকার আরেক নারীকে উদ্ধার করে কনসাল জেনারেলের সহযোগিতায় একইদিন এরার এরাবিয়ার একটি বিশেষ ফ্লাইটে দেশে পাঠানোর ব্যাবস্থা করা হয়।