প্রত্যয় ওয়েব ডেস্ক রিপোর্টঃ
আয়ারল্যান্ড উত্তর-পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। আধুনিক সার্বভৌম রাষ্ট্রটি আয়ারল্যান্ড দ্বীপের পাঁচ-ষষ্ঠাংশ নিয়ে গঠিত। যা ১৯২১ সালে যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে প্রথমে আইরিশ ফ্রি স্টেট এবং পরবর্তিতে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড নামে গঠিত হয়। দেশটির রাজধানী ডাবলিন। যা আয়ারল্যান্ড দ্বীপের সর্ববৃহৎ শহর।
আয়ারল্যান্ডে মুসলমানদের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে গড়ে উঠছে একের পর এক মসজিদ। ডাবলিন -১৫ নির্মিত হচ্ছে একটি আধুনিক মসজিদ। চারতলা বিশিষ্ট আয়ারল্যান্ডের সুহাদা ফাউন্ডেশনে থাকবে নামাজের স্থান, কমিউনিটি সেন্টার এবং প্রাথমিক বিদ্যালয়।
২০১৬ সালের আদমশুমারি অনুসারে, এর ফলাফল
বর্তমানে আয়ারল্যান্ডে ৬৩ হাজারের মতো মুসলমান বসবাস করেন। যা মোট জনসংখ্যার ১.৩ শতাংশ। আয়ারল্যান্ডের প্রত্যেক শহরেই মসজিদ এবং মক্তব রয়েছে। সেখানকার মুসলিম ছাত্রীরা হিজাব পরে স্কুলে যেতে পারে।
ক্যাথলিক গির্জার দেশ বলা হয় আয়ারল্যান্ডকে। সেখানে সবচেয়ে দ্রুত বিকাশমান ধর্ম হিসেবে ইতোমধ্যেই ইসলাম জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন :প্যারিসের জাতীয় মসজিদ Grande Mosquée de Paris সম্পর্কে কিছু তথ্য