ধর্ম ডেস্ক: আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সবার উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, লোকসকল! আল্লাহ তাআলা জাহেলি যুগের অন্ধ অহমিকা এবং পিতৃপুরুষদের নিয়ে গর্ব করার প্রথা বাতিল করে দিয়েছেন।
মানুষ দুধরনের; এক প্রকার সৎ, মুত্তাকি ও আল্লাহর কাছে মর্যাদাবান। আরেক প্রকার অসৎ, দুর্ভাগা ও আল্লাহর কাছে নিকৃষ্ট। মানুষ আদমের সন্তান। আল্লাহ তাআলা আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ্ তাআলা বলেন,
يا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে। যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পার। তোমাদের মধ্যে সেই ব্যক্তিই আল্লাহর কাছে বেশি মর্যাদার অদিকারী যে বেশি তাকওয়ার অধিকারী। আল্লাহ্ সবকিছু জানেন। সব খবর রাখেন। (সুরা হুজুরাত: ১৩)