প্রত্যয় ডেস্ক: স্কুলছাত্র আয়াজ হককে হত্যার মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজকে (১৬) হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তের নাম ইনজামামুন ইসলাম ওরফে জিসান। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম ও আরিফ হোসেন রিগ্যান। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইনজামামুল ইসলাম ওরফে জিসান ও তৌহিদুল ইসলাম। অন্য আসামিরা পালাতক রয়েছেন।
২০১৪ সালের ৯ জুন সিটি কলেজে প্রীতি ফুটবল টুর্নামেন্টের দ্বন্দ্ব নিয়ে ধানমন্ডি থানার জিগাতলার যাত্রী ছাউনির কাছে মাধরে আহত হন আয়াজ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।