প্রত্যয় নিউজ ডেস্কঃ ইউরোপিয়ান লীগের শিরোপার জমজমাট লড়াইয়ে রাতে ইতালিয়ান ইন্টার মিলানের মুখোমুখি হবে স্প্যানিশ সেভিয়া। জার্মানির কোলনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ইন্টারের সামনে চতুর্থ শিরোপার হাতছানি। অন্যদিকে, রেকর্ড ছয়বারের ট্রফি জয়ের স্বাদ পেতে চায় সেভিয়া।
যদিও ফাইনালের মঞ্চে পা রাখতে এবার তেমন একটা বেগ পেতে হয়নি ইন্টার মিলানের। ম্যাচ বাই ম্যাচ জয়ের ধারাবাহিকতা ছিলো চোখে পড়ার মতো। তাইতো আসরের দ্বিতীয় সেমিফাইনালে ইউক্রেনের শাখতার দোনেৎস্কেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দোরগড়ায় কন্তের শিষ্যরা। সবশেষ পাঁচ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ইন্টার শিবির।
ফুটবলাররাও রয়েছে চেনা ছন্দে। আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড মার্টিনেজ ও বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু প্রতিপক্ষের রক্ষণদূর্গ গুড়িয়ে দলের জয়ে ভূমিকা রাখতে শতভাগ প্রস্তুত। সেই সাথে চিলিয়ান অ্যালক্সিস সানচেজও কোচের আস্থার প্রতিদান দিতে চান।
অনুশীলনের শুরুতেই হঠাৎ মাঠে বৃষ্টির ফোয়ারা। আসলে বৃষ্টি নয়,ইন্টার কোচ অ্যান্তনিও কন্তের সঙ্গে ফুটবলারদের মজার ছলে মেতে উঠা। ব্যাপারটিও বেশ উপভোগ করলেন ইন্টার শিবির। সময়টা যে দারুণ যাচ্ছে তাদের। এবার ইতালিয়ান সিরি আয় দুর্দান্ত এক মৌসুম শেষ করেছে ইন্টার মিলান। তবে ঘরোয়া লিগে এক পয়েন্টের জন্য শিরোপা হাতছাড়া হলেও, এবার ১০ বছরের খরা কাটাতে চায় কন্তের দল। সবশেষ ২০১০ সালে ইউরোপিয়ান লিগের ট্রফিটা ঘরে তুলেছিলো ইন্টার।
অন্যদিকে, বলা যায়, ইউরোপা লিগের সবচেয়ে সফল দল সেভিয়া। এর আগে পাঁচবার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপার স্বাদ নেয় স্প্যানিশ ক্লাবটি। এবারের আসরেও ব্যতিক্রম নয়। প্রথম সেমিতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করে সেভিয়া।
সবশেষ তিন ম্যাচে জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসী সেভিয়া। তাইতো ফাইনালে সেরাটা দিকে মুখিয়ে আছে দিয়াগো কার্লোস- এভার বানেগা- ফার্নান্দোরা। যদিও কাগজে কলমে কিংবা শক্তিমত্তার বিচারে দু’দলই সমান তালে রয়েছে। তারপরও দলগত পারফরম্যান্স উপহার দিয়েই ট্রফি জিততে মরিয়া সেভিয়া শিবির। শিরোপা লড়াইয়ে প্রথমবারের মতো দু’দলের দ্বৈরথ দেখার অপেক্ষার প্রহর গুনছে ফুটবল ভক্তরাও।
ডিপিআর/ জাহিরুল মিলন