রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
দৈনিক প্রত্যয় ডেস্কঃ করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে করোনার নিয়ন্ত্রণহীন সময় পেরিয়ে এসেছে ইউরোপের দেশ ইতালি। শনিবার (২৭ জুন) দেশটিতে মাত্র ৮ জনের মৃত্যু হয়েছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে। যা ১ মার্চের পর অর্থাৎ ১১৮ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু।
৮ জনের মৃত্যুতে ইতালিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৩৪ হাজার ৭১৬ জন। শনিবার দেশটিতে ১৭৫ জন নতুন করে আক্রান্ত হয়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ লাখ ৪০ হাজার ১৩৬।
অবশ্য ইতালিতে এখনো এমন অনেকে আছেন যাদের মধ্যে সামান্য লক্ষণ রয়েছে। কিন্তু তারা করোনা পরীক্ষা করাচ্ছেন না। সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা হয়তো আরো বেশি।
সূত্র: আল জাজিরা
ডিপিআর/ জাহিরুল মিলন