1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ইপিএসের দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে নতুন সদস্য সংগ্রহ শুরু

  • Update Time : রবিবার, ২ মে, ২০২১
  • ৩২০ Time View
মো:ইব্রাহিম (প্যারিস) ফ্রান্স থেকে
সন্মানিত পাঠকবর্গ আপনারা জানেন যে,
ইপিএস কমিউনিটির স্লোগান হচ্ছে “আমরা একা নই, আমারা সমিষ্টি, আমরা শক্তি, আমরা প্রবাসী”।
বিগত বছর বিশ্বব্যাপী করোনার ভেতরেও আমরা ইপিএসের মূলনীতিকে সামনে রেখে আমাদের বর্তমান কমিটি বেশ কিছু কাজ করার চেষ্টা করেছে।আমাদের কিছু কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরছি।
© দাবা টুর্নামেন্ট ২০১৯
© প্যারিসের সকল শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ২০১৯
© ২০২০ সালে বাংলাদেশি বংশদ্ভূত ফরাসি নাগরিকদের মিউনিসিপ্যাল নির্বাচনে অংশগ্রহণকারীদের নিয়ে মতবিনিময় সভা
© ২০২০ সালে করোনার ভেতর বিপদে পড়া মানুষের জন্য হট লাইন চালু ও হট লাইনে সমস্যার কথা জানানো সকল পরিবারকে সাধ্যের মধ্যে সহযোগিতা প্রদান
© ওভারবিলা মেরীর সহযোগিতায় মাস্ক বানানো কার্যক্রমে উদিচী শিল্পী ফ্রান্স সংসদের সাথে অংশগ্রহণ।
© ছোট সোনামণিদের হামদ-নাতে অংশ গ্রহণ সবাইকে ঈদ সেলামী ২০২০
© অনিয়মিত সকল ব্যাক্তিদেরকে ফ্রান্সে নিয়মিত করার দাবি নিয়ে ২০২০ সালের আন্দোলনে প্রথম পর্বে একাত্মতা প্রকাশ এবং নিম্নলিখিত বাংলাদেশ ভিত্তিক সংগঠনগুলোর সাথে একসাথে অংশগ্রহণ :
বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স,
রেমিট্যান্স ফ্রাইটার,
ফ্রান্সে শ্রমিক গ্রুপ,
©২০২০ সালের ১২ জুলাই ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে পিকনিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রোগ্রাম মিলিনিয়াম পার্কে ।
© ২০২০ সালে বাংলাদেশে বন্যার্ত মানুষের পাশে
ফ্রান্সের ৬ টি সংগঠনের সমন্বয়ে অনুদান প্রেরণ ও সুষ্ঠু বন্টন,অংশগ্রহণ করেন
বরিশাল বিভাগীয় কমিউনিটি ইন ফ্রান্স,
ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স
ফ্রান্সে শ্রমিক গ্রুপ
নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি
সিলেটি কমিউনিটি ইন ফ্রান্স
La France Aide Internationale
পাশাপাশি সহায়তা করেছেন Français avec Rabbani – Ofiora এবং ব্যাক্তিগত পর্যায়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আরিফ খান রানারাজ।
© ২০২১ সালে ছোটসোনামণিদের জন্য প্রোগ্রাম – বাংলা ভাষায় আমার কথা।
© ২০২১ সালে মার্সাই শহরে অনিয়মিত ব্যক্তিদেরকে নিয়মিত করার দাবি নিয়ে আন্দোলনে অংশগ্রহণ।
©২০২১ সালে ফ্রান্সে বিভিন্ন সময়ে বাংলাদেশিদের উপরে আক্রমণ বন্ধে ফ্রান্সের প্রজাতন্ত্রের আইনকে শ্রদ্ধা জানিয়ে আমরা একটি ফ্রেমওয়ার্ক প্রস্তাব করেছি।এই ফ্রেম ওয়ার্কের দুইটি গুরুত্বপূর্ণ অংশের একটি হচ্ছে: নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং অন্যটি আমাদের এসএমএস নোটিফিকেশন সিস্টেমের সাথে যুক্ত হয়ে WhtatsApp গ্রুপে থাকা।
© সংগঠনে সাংগঠনিক মিটিং অফ লাইন – অনলাইন।
আমাদের বর্তমান কমিটির মেয়াদ নভেম্বর – ডিসেম্বর মাসে শেষ হবে এবং নভেম্বরে ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। অতএব আমাদের নতুন সদস্য যুক্ত করার কার্যক্রম ১ লা মে মাস থেকে শুরু হবে।
সম্মেলনে নতুন কমিটি ও নতুন কার্যকরী পরিষদ হবে,আশা করি ইপিএস কমিউনিটিকে আরো শক্তিশালী করে সামনের বছর এগিয়ে যাবে আমাদের নতুন কমিটির পথচলা।আমাদের বর্তমান কমিটি খুব শীঘ্রই দায়িত্ব ছেড়ে দিয়ে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।আমরা বিশ্বাস রাখি,আমাদের চলমান,অসমাপ্ত কিংবা বাস্তবায়ন করতে না পারা প্রতিটি কাজকে নতুন কমিটি আরো সুন্দর ও বৃহৎ পরিসরে এগিয়ে নিবে বলে বিশ্বাস রাখি।
আমরা কারা?আমরা আপনার মতোই কিছু উদ্যমী মানুষ- উদ্যমী এবং পরিশ্রমী বলে নিজেদের দাবি করি।
আমরা বিশ্বাস করি- শ্রম এবং নীতিবোধ মানুষকে পৌঁছে দিতে পারে সাফল্যের দোর গোড়ায়। আমরা নীতিবোধে বিশ্বাসী, আমরা সাফল্যের জন্য শ্রমে বিশ্বাসী। আমরা বিশ্বাসী আমাদের নিজেদের অপার সম্ভাবনায়।
তাই আমাদের পথ চলা যতো বন্ধুর-ই হোক না কেন, আমরা সমাজের-দেশের বিদেশের সব বন্ধুদের নিয়েই বন্ধুরতা কাটিয়ে যেতে চাই- পাশ কেটে নয়। সুতরাং আমরা একা নই- আমরা সমষ্টি, আমরা শক্তি !
আমরা বর্তমান সময়ের রেমিটেন্স যোদ্ধা সারা বিশ্বে আমরা এক কোটির উপরে দেশকে ভালবাসি , স্বেচ্ছায় দেশের ও দেশের মানুষের সেবা করতে ইচ্ছুক সবাই এক ছাতার নিচে
আসুন,দেখুন, জয় করুন,
সভাপতি
এলান খান চৌধুরী
ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..