নারী উদ্যোক্তা মেলা
প্রত্যয় ওয়েব ডেস্ক রিপোর্ট:
আসছে পহেলা বৈশাখ এবং ঈদকে সামনে রেখে Queendom’s( রানীদের রাজ্য) গ্রুপ থেকে আয়োজন করা হয়েছে তৃতীয় উদ্যোক্তা মেলা। এই মেলা চলবে ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত।
এই মেলায় থাকছেন গত দু’টি মেলার মতো নতুন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের প্রায় সবাই নতুন এবং নামমাত্র রেজিষ্ট্রেশন ফি’র মাধ্যমে এবারের উদ্যোক্তারা এই মেলায় অংশগ্রহণ করতে পারছেন। যদিও এবারই প্রথম উদ্যোক্তারা রেজিষ্ট্রেশনের মাধ্যমে মেলায় অংশগ্রহণ করছেন।
এটা Queendom’s গ্রুপের ৩য় উদ্যোক্তা মেলা। গত দুই বারের মতো এবারও সংশ্লিষ্ট আয়োজকরা আশা করছেন, এই মেলা থেকে লাখপতি কিংবা অর্ধ লাখপতি উদ্যোক্তা বের হয়ে আসবেন। প্রতিবারের মতো এবারও থাকছে সেরা উদ্যোক্তা এবং সেরা ক্রেতা পুরস্কার।
মেলার আয়োজক Queendom’s গ্রুপের এডমিন ফারজানা সুলতানা লিমা জানান, আমার মূল উদ্দেশ্য নারীদের স্বাবলম্বী হতে আমার সাধ্যমতো সহায়তা করা। আমরা একটি কার্যকরী কমিটি গঠনের মাধ্যমে বিভিন্নভাবে এই কাজটি করে যাচ্ছি। আমাদের প্রথম পদক্ষেপ ছিলো, একজন নারীকে উদ্যোক্তা ঋণের সুযোগ দিয়ে তাঁকে উঠে দাঁড়াতে সাহায্য করা, এবং প্রথম পদক্ষেপে আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতায় আমাদের এবারের আয়োজন ছিলো নতুন উদ্যোক্তাদের তাদের ব্যবসায় উৎসাহিত করা, সেই লক্ষ্যে আমরা তাদের কাছ থেকে পণ্য কিনবো, এবং তাদের উৎসাহিত করবো।
মেলায় অংশগ্রহণকারী একজন উদ্যোক্তা নুসরাত জাহান বলেন, আমি ১ম বার মেলাতে অংশগ্রহণ করতে না পারলেও ২য় বার অংশ নিয়ে খুব অনুপ্রানিত হয়েছি।তাই এবার ও অংশগ্রহণ করেছি। আশা করছি ভালো কিছু ই হবে ইনশাআল্লাহ।
৩য় বারের মত এ ধরনের মেলার আয়োজন করায় এডমিন সহ সকল মডারেটরদের ধন্যবাদ জানিয়ে সবাই কে মেলায় আসার আহবান জানান মনিপুরি শাড়ির এ উদ্যোক্তা।
১০ দিনব্যাপী এই মেলার মূল আকর্ষণ থাকবে বেস্ট সেলার এবং বেস্ট কাস্টমার পুরস্কার।
Queendom’s( রানীদের রাজ্য) র এই উদ্যোক্তা মেলা সফল হোক, শুভ কামনা রইলো।