শেখ সাখাওয়াত হোসেন পাবনা (জেলা) প্রতিনিধি: পাখি পালন করে সফল নারী উদ্যোক্তা পাবনার সাঁথিয়া উপজেলা শারমিন সুলতানা। নিজ উদ্যোগে দেশী বিদেশী পাখি ও গরু পালন করে আয় করছেন লক্ষ লক্ষ টাকা। তাকে দেখে এলাকার অনেকেই পাখি পালনে আগ্রহী হয়ে উঠছেন।
জানা যায়, ২০২০ সালে বার্ড ফ্যাক্টরিতে দেশী বিদেশী ২৮ জোড়া পাখি নিয়ে খামার শুরু করে। এতে খরচ হয় ৮৫ হাজার ২০০ টাকা। তাছাড়াও খামারে দেশী, বিদেশী গরু ছাড়াও বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে রয়েছে যেমন, ডায়মন্ড ডাব, জাপানিজ বাজিগড়, ফিপ্ত, ককটেল, লাভবার্ড ও দেশী বিদেশী কবুতর। এতে নেট লাভ হয় ৫ লক্ষ ৩৩ হাজার ১০০ টাকা।
খামার মালিক শারমিন সুলতানা বলেন, ২০২০ সালে অল্প কিছু পাখি নিয়ে ছোট আকারে পালন শুরু করে এখন সফল হয়েছি। এ বিষয়ে সাঁথিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সাহায্য নেই। বিভিন্ন সভা সেমিনারে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করি। অল্প দিনেই একটা সাফল্য পাওয়ায় বার্ড ফ্যাক্টরির পাশাপাশি গরু মোটা তাজাকরণ প্রশিক্ষণ নিয়ে এসএমএস এগ্রো নামে আরও একটি ফার্ম করে সেখানে গরু, ছাগল পালন করি। বর্তমানে ৪ জন কর্মচারি নিয়ে ব্যবসা পরিচালনা করছি।
সাঁথিয়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মুক্তা ভদ্রা বলেন, বীর মুক্তিযোদ্ধার কন্যা শারমিন একজন সফল উদ্যোক্তা। তিনি চাকুরির পিছনে না ছুটে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে এ ব্যবসা থেকে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। শারমিনও তাই করেছে। আমরা তার সফলতা কামনা করি।