নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেছেন, জেলার উন্নয়ন কাজে ওভারল্যাপিং পরিহার এবং সার্বিক উন্নয়ন সমন্বয় সংক্রান্ত প্রতিবন্ধকতা দূরীকরণের উদ্দেশ্যে সরকার জেলা উন্নয়ন কমিটির দায়িত্ব পরিষদের হাতে ন্যস্ত করেছে। তিনি বলেন, উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন সংস্থাগুলোর উন্নয়নমূলক কর্মকান্ড ও প্রকল্পসমূহের বাস্তবায়ন পর্যালোচনা এবং ইহাদের আর্থ-সামাজিক প্রভাব বিশ্লেষণ জেলা উন্নয়ন কমিটির কাজ। বিশেষ করে উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা, প্রকল্প পরিদর্শন ও তদারকি এবং সমস্যা সমাধানের উপায় উদ্ভাবনের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাও এই কমিটির দায়িত্বের মধ্যে পড়ে। তিনি গণপূর্ত, এলজিইডি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্ন্য়ন বোর্ড এর মতো সংস্থাগুলোকে বাস্তবতা এবং স্থানীয় চাহিদার সাথে সংগতি রেখে প্রকল্প পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের উদ্যোগ নেয়ার জন্য আহ্বান রাখেন।
সোমবার (২৯ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙ্গামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, নানিয়ারচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার দে, সমাজসেবা বিভাগের উপপরিচালক মোঃ ওমর ফারুক, রাঙ্গামাটি সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শান্তুনু চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র্র চন্দ,
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, টিটিসি বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ জাফর খান, জেলা সমন্বয়কারী ব্র্যাক মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ রেশম বোর্ড এর ব্যবস্থাপক সুলগ্না চাকমা, এসআইডি-ইউএনডিপির জেলা ব্যবস্থাপক ঐশ^র্য চাকমা, বিসিক প্রকল্প ম্যানেজার মোঃ ইদ্রিস হোসাইন, বিউবো বিতরণ বিভাগ সহকারী প্রকৌশলী মোঃ আদিল উজ জামান,
তিন পার্বত্য জেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান, রাঙ্গামাটি প্রধান ডাকঘর পোষ্ট মাষ্টার প্রতিনিধি মোঃ মহিউদ্দীন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন মোঃ আবু বকর, বিটিভির উপকেন্দ্র সহকারী পরিচালক মো: সোহেল রানা, টিডিআই সহকারী শিক্ষক রুহুল আমিন, উপপরিচালক জেলা সমবায় অধিদপ্তর মোঃ ইউসুফ হাসান চৌধুরী, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সহকারী জেলা কমানডেন্ট মোঃ মিজানুর রহমান, জনশক্তি ও কর্মসংস্থানের সহকারী পরিচালক মো নিজাম উদ্দীন,
এলজিইডির উপসহকারি প্রকৌশলী উজ্জল কান্তি দেওয়ান, জেলা তথ্য অফিস এর উপপরিচালক কৃপাময় চাকমা, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর মার্কেটিং অফিসার নাইম আহমেদ রিয়াদ, এল ও জেলা সরকারী গণগ্রন্থাগার অমর বিকাশ চাকমা, জেলা খাদ্য নিয়ন্ত্রক দোলন দেব, পিটিআই সুপারেনটেনডেন্ট মোঃ রবিউজ্জামান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ লিপন মিয়া, সিএইচটি হেডম্যান নেটওর্য়াক প্রতিনিধি আনন্দ মিত্র দেওয়ান, জেলা সঞ্চয় অফিসের প্রতিনিধি ফরহাদ বিন শামীম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি লিটন কুমার নন্দী, জেলা পরিসংখ্যান কার্যালয়ের নুর উজ জামান,
সহকারী বন সংরক্ষক(দক্ষিণ) গঙ্গা প্রসাদ চাকমা, সহকারী বন সংরক্ষক মো আনিসুল হক, সোনালী ব্যাংক এর এজিএম সত্য প্রসাদ দেওয়ান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জেলা কৃষি প্রকৌশলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেবাশীষ চাকমা, জেলা আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জুগলুল হায়দার, উপসহকারী প্রকৌশলী গণপুর্ত বিভাগ সুজন পাল, জেলা রোভার স্কাউট সম্পাদক মো নুরুল আবছার, সহকারী পরিচালক বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয় কাজী মোদ্দাছেরুল হক, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ আলী আরমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: শাহাজাহান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন।