নিজস্ব প্রতিবেদক: রকি রায় একাধারে একজন উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটার এবং ফ্রিল্যান্সার।
তিনি আইটি সেক্টর নিয়ে কাজ করছে অনেক বছর যাবৎ। ছোটবেলা থেকেই ইন্টারনেট ব্যবহার করায় অভ্যস্ত ছিল রকি । আমি ২০১১ সালে যখন সে ক্লাস ফোর’এ পড়তেন, তখন থেকেই রকি ২’জি ইন্টারনেট ব্যবহার করার অভিজ্ঞ ছিল। এমনকি নোকিয়া ব্র্যান্ডের খুব পপুলার একটা ফোন ছিল “নোকিয়া ৬৩০০” ফোন দিয়েই ইন্টারনেট এর যাত্রা শুরু হয়েছিল রকির।
২০১৪ সালে আমি তখন ক্লাস সেভেনে পড়ি, ঐ সময়ে একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা শুরু করে রকি। তখন আস্তে আস্তে একটু বুঝতে শিখি কীভাবে কোনো টেক রিলেটেড বিষয় নিয়ে রিসার্চ করা যায়। তখন আমি আস্তে আস্তে বুঝতে শুরু করি যে আমার
সবসময় টেক রিলেটেড ব্যাপারস্যাপার নিয়ে রিসার্চ করতে ভাল লাগে। তারপর এটাকেই আমার প্যাশন হিসেবে বেছে নিই।
তারপর থেকে শুরু তার যাত্রা।
২০১৯ সালে আমি শেখ কামাল আইটি এন্ড ইনকিউবেশন সেন্টার এর অধীনে ডিজিটাল মার্কেটিং কোর্স করে রকি এবং বর্তমানে ফ্রিল্যান্সিং করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। পাশাপাশি যারা টেক রিলেটেড বিষয় নিয়ে জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য আমি একটা টেক কমিউনিটি তৈরি করে রেখেছে রকি, যার নাম হলো রকি টেক, রকি তার জায়গা থেকে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে আমাদের কমিউনিটির মেম্বার্সদেরকে হেল্প করার।
রকি বর্তমানে বর্তমানে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটে কম্পিউটার ডিপার্টমেন্ট-এ পড়াশোনা করছে । তিনি সবসময় টেক সমস্যার সম্মুখীন মানুষদের সমস্যার সমাধান করে থাকেন।