1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

#একমাসের_বাড়ী( সত্যঘটনা অবলম্বনে গল্প) #পর্ব৩

  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ১৯৯ Time View

ফাতেমা ফেরদৌস রেসিম,লন্ডন,ইউকে:

আবার সেই গতকাল রাতের ধুড়ুম শব্দ! আজও ঘুম ভেঙ্গে গেলো, নীচে গেলাম হাতে লাঠি সোটা যা পাই তা নিয়ে বাচ্চা কাচ্চা সহ, তন্ন তন্ন করে খুঁজলাম, জানালা দরজা খোলা কি না , নাহ কোনো কিছুই পেলাম না, কিছুটা ভয় ভয় নিয়ে আমরা সবাই আবার উপরে চলে এলাম, যারা যার রুমে, ঘুম আসছেনা, এভাবে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি জানিনা,,সকালে উঠে যথারীতি হাতমুখ ধুয়ে নীচে গিয়ে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে উপরে আসতে যাবো… তখন মনে হলে উপরের প্যাসেজে ৮/১০ বছরের একটা ছোট্ট মেয়ে সাদা ফ্রক পরা, দৌড়ে চলে গেলো প্যাসেজের এ মাথা থেকে ঐ মাথায, আমি দ্রুত উপরে গেলাম!!

না উপরে তো বাচ্চার আমার ঘুমে, আর কেউতো নেই! ভাবলাম ইমাজিনেশন!! হয়তো গতকাল ঘুম হয়নি তার জন্য এমন কিছু দেখেছি, বাচ্চাদের তুলে নাস্তা খাইয়ে যার যার মতো কাজে লেগে গেলাম, বলে রাখি এই ঘরে মুভ হই তখন ২/৩ দিন বাচ্চাদের স্কুলে দেইনি, আমি নীচে দুপুরের রান্নার ব্যবস্থা করছি এমন সনয় মেয়ে দৌড়ে নীচে নেমে এলো চিৎকার দিয়ে ….. মাম মাম বলে, ওর ভয়ার্ত মুখ দেখে আমিও বেশ ভয পেলেও তা মুখে প্রকাশ করলাম না ! বললাম কি হইছে, মেয়ে তখন যা বললো তা শুনে আমিও থ বনে গেলাম! আমার মেযেও রুমে বসে খেলছিল, হঠাৎ সে নাকি প্যাসেজে একটা ছোট্ট মেয়েকে দৌড়াতে দেখেছে, আমি বললাম মেয়ে কোথা থেকে এখানে আসবে? সে বললো নো মাম ইটস রিয়্যেল … আই সো হার !! আমি তাকে দেখেছি সাদা ড্রেস পরা , মুখ দেখতে পারিনি ভাল করে, তবে সাদা ড্রেস পরা , চুল তার কাঁধ পর্যন্ত , কিন্তু আমি তার মুখ দেখতে পারিনি, মেয়েটা দৌড় দিয়ে গায়েব হয়ে গেছে, আমার মেয়ে ভয়ে কাঁদতে লাগলো,

আমি তাকে বলাম … এসব তোমার ইমাজিন্যশন , যাও উপরে যাও, দিনের বেলা ভূত কই পাবে? বলে তাকে তো ঠিকই সাহস দিলাম, কিন্তু আমাকে ভাবিয়ে তুললো, কারন আজ সকালে আমিও তো সেই মেয়েকে দেখেছি,বাচ্চারা ভয় পাবে বলে ,কাউকে বলিনি, অ্থচ মেয়েও সমান জিনিষ দেখেছে, তার মানে আমার দেখাটাও ভুল না, এরকম ভাবছি আর এরই মাঝে নীচে আমার ছোট ছেলে লিভিং রুমে তার খেলনা দিয়ে খেলছে আর কথা বলছে, মনে হচ্ছে সে কার সাথে কথা বলছে, আমি গেলাম তার কাছে , কই কেউ নেই! বললাম কার সাথে কথা বলো বাবা? সে আমাকে বললো মাই ফ্রেন্ড! আমি বললাম কই তোমার ফ্রেন্ড তার পাশে পয়েন্ট করে দেখালো, আমি তাকিয়ে……..চলবে

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..