নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বব্যাপী বিপর্যয় নামিয়ে এনেছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। অদৃশ্য এই ভাইরাসের বিষাক্ত ছোবল পড়েছে বাংলাদেশেও। এখন পর্যন্ত (২৪ মে) দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩,৬১০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬,৯০১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪৮০ জন। দেশে করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা মহানগর।
ঢাকা মহানগরীতে আক্রান্তের সংখ্যা ১৩,৮০২ জন। ঢাকার পরেই রয়েছে নারায়ণগঞ্জ। এ জেলায় আক্রান্তের সংখ্যা ১,৮০৬ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইট থেকে- এক নজরে ঢাকা মহানগরীতে আক্রান্তের হিসাব (২৪ মে পর্যন্ত): আবদুল্লাহপুর ৮, আফতাবনগর ৫, আদাবর ৪৪, আগারগাঁও ৮৫, আহমেদ নগর ১, আহমেদবাগ ১, আমিনবাজার ২, আমলাপাড়া ২, আরামবাগ ৮, আরমানিটোলা ৬, আসাদ গেট ১, আশুলিয়া ২, আশকোনা ২, আজিমপুর ৫৯, বাবু বাজার ১৪৩, বাহাদুর বাজার ১, বাড্ডা ১২৩, বেইলি রোড ২০, বকশীবাজার ৮, বাদামতলি ২, বারিধারা ২১, বনশ্রী ২৪, বনানী ৬৭, বাংলামোটর ৮, বংশাল ৯৯, বাগানবাড়ি ২, বানিয়ানগর ১, বাসাবো ৮৫, বিজয়নগর ১, বসুন্ধরা ৪৫, বেগুনবাড়ি ৪, বেগম বাজার ২, বেরিবাধ ১, বকশি বাজার ৫, বসিলা ৩, বুয়েট এরিয়া ১, ক্যান্টনমেন্ট ১৫, সেন্ট্রাল রোড ২, চানখারপুল ৪৪, চক বাজার ৭৯, দনিয়া ১৬, দক্ষিণখান ১১, ঢাকেশ্বরি ১, ডেমরা ৩৬, ধানমন্ডি ১৪৭, ধলপুর ১৯, ধোলাইপাড় ৭, ধোলাইখাল ২, দয়াগঞ্জ ৩, এলিফ্যান্ট রোড ২১, ইংলিশ রোড ২, ইস্কাটন ৫১, ফরাসগঞ্জ ২, ফরিদাবাগ ২, ফকিরাপুল ৮, ফুলবাড়িয়া ১৭, ফোরাশগঞ্জ ২, ফার্মগেট ৪৮, গেন্ডারিয়া ১০৫, গাউসিয়া ১০, গাবতলী ২, গোলারটেক ১, গোরান ১৭, গোলাপবাগ ১৩, গনোকতুলি ৫, গোপীবাগ ৩৬, গুদারাঘাট ১, গ্রিন রোড ৪৯, গুলিস্তান ১১, গুলশান ৮৫,হাতিরঝিল ৬, হাজিপাড়া ৭, হাটখুলা ১, হাতিরপুল ২৬, হাজারীবাগ ৭৯, ইব্রাহিমপুর ১১, ইন্দিরা রোড ৬, ইসলামবাগ ৯, ইসলামপুর ৮, জেলগেট ২, যাত্রাবাড়ী ৩০৩, জিঞ্জিরা ১, জিগাতলা ১৬, জুরাইন ৫৩, কাফরুল ১৯, কল্যাণপুর ৩৬, কলাবাগান ৩৭, কাকরাইল ২৯৮, কাঠালবাগান ১৯, কমলাপুর ২১, কাঁচপুর ১, কাজলা ৩, কামরঙ্গীর চর ৫৩, কাটাশপুর ২, কাজীপাড়া ১৪, কাওরান বাজার ২২, কোরাটিটোলা ১, কোসাইটুলি ১, কচুক্ষেত ৪, খিলগাঁও ১৪২, খিলক্ষেত ৭, কোলতাবাজার ১, কদমতলি ১৫, কোতোয়ালি ২৯, কুতুবখালী ৭, কুড়িল ৭, লালমাটিয়া ৩৮, লালবাগ ১৬২, লক্ষ্মীবাজার ১৯, মাদারটেক ৭, মালিটোলা ৪, মালিবাগ ১৩১, মাটিকাটা ৫, মান্দা ৩৯, মানিকনগর ৪৪, মানিকদী ১, মাতুআইল ১৪, মেরুল ১, মেরাদিয়া ১০, মিন্টু রোড ৫, মিরহাজারীবাগ ৮, মিরপুর ১৭৯, মিরপুর-১: ৮০, মিরপুর-২: ২০, মিরপুর-৬: ১৬, মিরপুর-৭: ৪, মিরপুর-১০: ২৭, মিরপুর-১১: ৫৫, মিরপুর-১২: ৭৩, মিরপুর-১৩: ১৫, মিরপুর-১৪: ৪৫, মিটফোর্ড ৪৬, মগবাজার ১৮৮, মনিপুর ৩, মহাখালী ৩১৫, মোহনপুর ১, মোহাম্মদপুর ২৬৯, মতিঝিল ২৮, মুগদা ২৮৭, নবাবপুর ৫, নাজিরবাজার ১০, নন্দীপাড়া ৩, নারিন্দা ৩৯, নতুন বাজার ১৪, নিকেতন ৬, নীলক্ষেত ৪, নাখালপাড়া ৩৭, নয়াবাজার ৫৭, নিমতলি ১০, নিকুঞ্জ ৪, পান্থপথ ২৮, পল্লবী ২৪, পাইকপাড়া ১৭, পল্টন ৪৯, পীরেরবাগ ১০, পোস্তগোলা ৯, পরিবাগ ১, পুরানা পল্টন ২৭, রাজারবাগ ২১২, রামপুরা ৯০, রমনা ৬১, রসুলবাগ ৪, রায়েরবাগ ১৭, রাজা বাজার ৩০, রসুলপুর ৭, রূপগঞ্জ ১, রায়েরবাজার ২১, সবুজবাগ ২৫, সদরঘাট ৫, শাহজানপুর ৩৯, শঙ্কর ৩, সায়েদাবাদ ১৬, সেগুনবাগিচা ২২, সাইন্সল্যাব ১, শাহআলী বাঘ ২, শাহবাগ ৮৪, শাখারিবাজার ৩২, শান্তিবাগ ৩৪, শ্যামপুর ১৬, শান্তিনগর ৫০, শ্যামলি ৮৩, শেওড়াপাড়া ১১, শেখের টেক ৪, শহিদ নগর ৯, শোয়ারীঘাট ৩, সিপাহীবাগ ৪, সিদ্ধেশ্বরী ১৮, শনিরআখড়া ২০, স্বামীবাগ ৫৭, শের-ই-বাংলা নগর ৪৬, সূত্রাপুর ৪৭, তাল্লাবাগ ৪, তালতলা ৮, তাতীবাজার ১৮, টিকাতলি ৩১, তেজকুনিপাড়া ৬, তেজগাঁও ১৭১, তুরাগ ২, তেজতুরী বাজার ৫, টঙ্গী ২৪, টোলারবাগ ১৯, উর্দু রোড ১, উত্তরা ২০২, ভাটারা ২৯, ভাষানটেক ৫, ওয়ারী ৯৩।