লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য পুনর্নির্ধারণের জন্য গণশুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৪, ১৭ ও ১৮ জানুয়ারি। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণশুনানিতে অংশ নিতে আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে আগামী ৪ জানুয়ারির মধ্যে লিখিত বক্তব্য বা মতামত কমিশনে প্রেরণ করতে হবে। এছাড়া গণশুনানিতে অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত হতে ইচ্ছুকদেরকেও ৪ জানুয়ারির মধ্যে কমিশনকে জানাতে হবে।
এতে আরও বলা হয়, তালিকাভুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা উল্লিখিত তারিখে গণশুনানিতে অংশগ্রহণ করে এলপিজির মূল্যহার পুনর্নির্ধারণ বিষয়ে বিশ্লেষণধর্মী তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট দলিলাদি উপস্থাপন করতে পারবেন। এলপিজির মূল্য সংক্রান্ত বিভিন্ন সংগঠনের প্রস্তাব ও তথ্য অফিস চলাকালীন কমিশন কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
এছাড়া কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd থেকেও সংশ্লিষ্ট নথি সংগ্রহ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।