“আম্পানের তান্ডব”
আবার তুমি তান্ডব করলে দেশে,
নতুন নাম, আর আম্ফানের বেশে ?
দেখছি ভয়ে ঝড়, বৃষ্টি আর
দমকা হাওয়ার তেজ।
ভয়ঙ্কর বিদ্যুতের চমকানি দিলো,
কালবৈশাখীর মেঘ।
ঝড়ের দাপটে ভেঙে পড়লো
অসংখ্য কাঁচা পাকা বাড়ি।
গাছপালা ভেঙে লুটিয়ে পড়ল,
রইলো না সারি সারি।
জীবন টুকু বাঁচানোর জন্য
ছুটলো দলে দলে।
এই তান্ডব যে চালালে
বলতে পারো, কি অপরাধের ফলে ?
শয়ে শয়ে গাছ ভেঙে পড়লো,
কতো আম, জাম আর নিম ।
বিদ্যুতের চমকে কান ফেটে যাচ্ছে,
শরীরটা করছে ঝিমঝিম।
সাগর জলে তাকিয়ে দেখি,
কি ভয়ানক ঢেউ।
এখন ই কি তবে ধ্বংস হবো,
রক্ষা পাবোনা কেউ ?
ভাঙলো লাইটপোষ্ট, ভাঙলো কতো গাড়ি,
মরলো কতো জীবজন্তু,
টিনের চালা উড়িয়ে দিয়ে,
হওনি তবু শান্ত ?
চারিদিক শুধু অন্ধকার
আর পাচ্ছি না কিছু খুঁজে।
রাস্তায় এতো জল জমলো কিভাবে,
উঠতেই পারছি না বুঝে।
ক্ষতি তুমি কি পরিমান করলে
দিকে দিকে কেবল আর্তনাদের গলা
স্তব্ধ শরীরে, অশ্রু নয়নে,
কাঁদা আর আমার বলা…..
আবার তুমি তান্ডব করলে দেশে।
নতুন নামে আর আম্পানের বেশে ?
কলমে সত্যজিৎ পাল