মোঃতায়েফ তালুকদার,জেলা প্রতিনিধি ঃভোলায় নতুন করে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬ জন করোনা রোগীর রিপোর্ট পজেটিভ এসেছে ।আক্রান্তদের মধ্যে ৫ জন ভোলা সদরে ও একজন ভোলার তজুমুদ্দিন উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
ভোলা সদরের আক্রান্তরা হলেন পৌরসভার ৩নং ওয়ার্ডের পৌর গোরস্থান সড়কের বাসিন্দা ও সদর হাসপাতালে পরিসংখ্যান বিভাগের স্টাফ মনিরুল ইসলাম সহ তার পুরো পরিবার স্ত্রী সন্তান সহ করোনা আক্রান্ত হয়েছেন।
এরা হলেন ইশতিয়াক (১৪) ইমতিয়াজ (১৭) হেলেনা বেগম(৪৬)ও ফজিলাতুন্নেছা (৭৫) সবাই একই পরিবারের।ধারনা করা হচ্ছে করোনা আক্রান্ত মনিরের সংস্পর্শে এসেই এখন পরিবারের সবাই আক্রান্ত হয়েছেন বলে জানায় জেলার স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা।
অপর দিকে ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডে উকিল পাড়া ইকরা মাদ্রাসার পাশে ফারুক মিয়ার মুন্সি বাড়ির বাসিন্দা ইমরান তালুকদার(৩৫) নামে করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এছাড়াও ভোলার তজুমুদ্দিন উপজেলা চাদপুর ইউনিয়নের সিরিন আক্তার(১৯) তিনিই (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলার সিভিল সার্জন ড.রতন কুমার ডালী।
এ পযন্ত ভোলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৫২ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় নতুন করে আক্রান্ত ৬জন। লালমোহনে ২জন। এবং তজুমুদ্দিনে রয়েছেন নতুন ১জন। আর আক্রান্তদের মধ্যে এই পযন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১১ জন।
আর বাকি আক্রান্ত কয়েকজন ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে এবং অধিকাংশ আক্রান্ত রোগিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানায় জেলার সিভিল সার্জন ড. রতন কুমার ডালী।
বর্তমানে ভোলা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫২,সুস্থ হওয়া ব্যক্তিদের সংখ্যা দাড়াল ১১ এবং মোট মৃত্যুর সংখ্যা ১।